কারাগারে সেলফি তোলা ছাত্রলীগের ২ নেতার জামিন

ছাত্রলীগের ২ নেতার সেলফি
ছাত্রলীগের ২ নেতার সেলফি  © ফাইল ছবি

বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানায় সেলফি তুলে ভাইরাল বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শেদ শাহরিয়া ও সাধারণ সম্পাদক আল-আমিন হোসেনকে নির্বাচনী সহিংসতার মামলায় জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলমের কাছে জামিন আবেদন করলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান পান্না এই তথ্য নিশ্চিত করেন।

আদালতের হাজতখানায় আসামিদের সেলফির বিষয়ে পুলিশের গাফিলতি ছিল কি না, তা তদন্ত করা হবে বলে জানিয়ছে জেলা পুলিশ। বুধবার দুপুরে বামনা উপজেলা ছাত্রলীগ সভাপতি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করে লেখেন, ‘নৌকার নির্বাচন করতে গিয়ে কারাবরণ করতে হলো আমাদের।’

আরও পড়ুন: কারাগারে ছাত্রলীগ নেতার সেলফি বিলাস

আইনজীবী সিদ্দিকুর রহমান পান্না বলেন, বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতির মা স্ট্রোক করে হাসপাতালে ভর্তির কাগজপত্র এবং সাধারণ সম্পাদকের আগামীকাল এলএলবি পরীক্ষার কাগজপত্র আদালতে দাখিল করে জামিনের আবেদন করা হলে বিচারক তাঁদের জামিন দিয়েছেন।

এর আগে গত বুধবার একই মামলায় জামিনের আবেদন করেন আসামিরা। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে নেওয়ার আগে তাঁদের আদালতের হাজতখানায় রাখা হয়। সেখানে তাঁরা সেলফি তোলেন। এদিন হাজতখানায় তোলা তাঁদের সেই সেলফি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।


সর্বশেষ সংবাদ