করোনা শুধু যেন শিক্ষাপ্রতিষ্ঠানেই: ছাত্র ফ্রন্ট

৩১ জানুয়ারি ২০২২, ০১:২৮ PM
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা © সংগৃহীত

জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) আহ্বান মেনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সোমবার (৩১ জানুয়ারি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক শোভন রহমান এক যৌথ বিবৃতিতে এ দাবিটি জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, দেশের সবকিছুই চলছে। এমনকি বাণিজ্য মেলা ও বিপিএল খেলার আয়োজনও চলছে। কিন্তু সরকার আবার দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা দিয়েছে। যেন করোনা সংক্রমণ শুধু শিক্ষাপ্রতিষ্ঠানেই।

এখন পর্যন্ত এই বন্ধ কতদিন চলবে এবং কীভাবে, কবে আবার খোলা হবে, এই ছুটি বাড়বে কি না সে বিষয়ে সরকারের কোন দৃশ্যমান পরিকল্পনা নেই। ২০২০ সাল থেকে করোনা মহামারীর কারণে দীর্ঘ ১৮ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে ছিল। এতে শিক্ষা ব্যবস্থার এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। শিক্ষার্থীরা এক গভীর সঙ্কটের মুখে পতিত হয়েছে।

আরও পড়ুন: অনার্স শেষে এমআইটিতে পিএইচডি করতে যাচ্ছেন বুয়েটের ৩ শিক্ষার্থী

তারা জানান, স্কুল চালু করতে আর অপেক্ষা করা যায় না বলে মনে করে ইউনিসেফ ও ইউনেস্কো। জাতিসংঘের এ দুটি সংস্থা এক বিবৃতিতে বলেছে, বন্ধের ক্ষেত্রে স্কুলগুলো সবার শেষে এবং খোলার ক্ষেত্রে সবার আগে থাকা উচিত। ইউনিসেফ দেশে দেশে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, সর্বশক্তি দিয়ে হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকতে হবে। তারা শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী সকলকে ভ্যাকসিন দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার মত দিয়েছে।

এ দুই নেতা বলেন, ‘‘স্কুলে যেতে না পারার কারণে শিশু এবং তরুণ জনগোষ্ঠী যে ক্ষতির সম্মুখীন হচ্ছে তা হয়তো কখনোই পুষিয়ে নেয়া যাবে না। শেখার ক্ষতি, মানসিক সংকট, সহিংসতা ও নির্যাতনের সম্মুখীন হওয়া থেকে শুরু করে স্কুলভিত্তিক খাবার ও টিকা না পাওয়া, সামাজিক দক্ষতার বিকাশ কমে যাওয়া শিশুদের ক্ষেত্রে তাদের শারীরীক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি তাদের শিক্ষাগত অর্জন এবং সামাজিক সম্পৃক্ততায় এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে । গত দুই বছরে আশঙ্কাজনক ভাবে বেড়েছে শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা। শুধু ২০২১ সালেই আত্মহত্যা করেছে ১০১ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। অনিশ্চয়তার ফলে বাড়ছে হতাশা।’’

আরও পড়ুন: চবির নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

তারা আরও বলেন, ‘‘অনলাইন শিক্ষার কথা বলা হচ্ছে কিন্তু গত দেড় বছরের বন্ধে ৯৪ শতাংশ গ্রামীণ শিক্ষার্থী অনলাইন শিক্ষার আওতার বাইরে ছিল। শাসকদের পক্ষ থেকে এগুলো নিয়ে কোন গবেষণা বা পরীক্ষা নিরীক্ষা না চালিয়ে এবং কোন দায়িত্ব না নিয়ে। দফায় দফায় শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া গোটা শিক্ষাব্যবস্থাকে ধ্বসিয়ে দেবে।’’

নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান এবং দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাখাতের সাথে যুক্ত সকলকে টিকার আওতায় আনার পরিকল্পনা হাজির করার দাবি জানান।

অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9