শোভাযাত্রায় দাঁড়ানোর জায়গা নিয়ে ছাত্রলীগের দু‘পক্ষের মারামারি

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ  © টিডিসি ফটো

ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা শুরুর আগেই দাঁড়ানোর জায়গা নিয়ে মারামারিতে জড়িয়েছে দুইটি পক্ষ। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় এ ঘটনা ঘটে। মারামারির ঘটনায় উভয় পক্ষের তিন-চারজন আহত হয়েছে।

আরও পড়ুন- ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ, ৫ দিনব্যাপী কর্মসূচি

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৭৪তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষ্যে আজ বেলা ২ টায় ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রার কর্মসূচি ছিলো। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসে। বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে অপরাজেয় বাংলার একপাশে দাঁড়ায়। কিছুক্ষণ পর ঢাকা কলেজ ছাত্রলীগের একটা মিছিল জসীম উদদীন হলের দাঁড়ানোর জায়গায় চলে আসে। ঢাকা কলেজের নেতাকর্মীদের সরতে বললে তারা না সরায় একপর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়। পরে দুই পক্ষই লাঠিসোটা নিয়ে একে অন্যের ওপর ছড়াও হয়। এতে জসীম উদ্দিন হলের ৩য় বর্ষের শিমুল নামে একজন আহত হয়। ঢাকা কলেজেরও দুইজন আহত হয়েছে বলে দাবি করেছে তারা। তবে তাদের নাম জানা যায় নি। এদিকে  সংঘর্ষ থামাতে এসে আহত হয়েছেন কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক রুমন মাহমুদ। পরে কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এসে দুই পক্ষকে শান্ত করেন।

আরও পড়ুন- ছাত্রলীগ নেতাকর্মীদের মন ভালো নেই 

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে কল দিলেও তারা রিসিভ করেন নি।

৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে ছাত্রলীগের সাবেক নেতারা উপস্থিত হয়েছেন। তারা প্রথমে মধুর ক্যান্টিনে যান। পরে অপরাজেয় বাংলার সামনে আসেন। ৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন আওয়ামী লীগের দলীয় সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার হবে প্রতিটি জেলা, মহানগর ও উপজেলার দলীয় কার্যালয়ে।


সর্বশেষ সংবাদ