নুরের বিরুদ্ধে ধর্ষণের কোনো অভিযোগ নেই: ডিএমপি কমিশনার

২২ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৭ AM
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণের কোনো অভিযোগ নেই জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, তার কাছে বিচার নিয়ে এসেছিল মেয়েটি। এ ঘটনা তদন্তে যদি সত্যতা পাওয়া যায়, তাহলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তিনি সাংবাদিকদেরকে একথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ‘মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে কিনা তদন্ত করে দেখা হবে। ঘটনার সত্যতা পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সোমবার রাতে নুরকে আটকের পর তার মুক্তি নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। তাকেসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ ও সহযোগিতার অভিযোগে মামলার প্রতিবাদে বিক্ষোভ বের করলে সাতজনকে  পুলিশ আটক করে। পুলিশের কাজে বাধা দেয়া ও হামলার অভিযোগে তাদের আটক করা হয়।

এর ঘণ্টাখানেক পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে খবর এলেও তা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। পরে মধ্যরাতে তাদের ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর আগে নুরসহ কোটা সংস্কার আন্দোলনের ছয় নেতার বিরুদ্ধে ধর্ষণ ও এতে সহযোগিতার অভিযোগে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

মামলায় প্রধান আসামি হাসান আল মামুনকে। আর ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরকে করা হয় তিন নম্বর আসামি। তবে এই মামলাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। এর প্রতিবাদে আজ মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

জুলাই গণঅভ্যুত্থানে ঢাবিতে হামলা, ৪০৩ ছাত্রলীগের নেতাকর্মীর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কোচিং সেন্টারে উত্তরা সেক্টর-৬ ওয়েলফেয়ার সোসাইটির মাসিক চাঁ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত পাকিস্তানের, নেপথ্যে কী?
  • ৩১ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ ১৫ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘তিনি মসজিদের প্রতিষ্ঠাতা, আমি খতিব’— তারেক রহমানকে উপহার দ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাড়ি ছেড়ে গেছেন স্ত্রী, অভিমানে দুনিয়া ছাড়লেন স্বামী
  • ৩১ জানুয়ারি ২০২৬