প্রথম প্রেম তো তাই প্রেমিকাকে ভোলা যায় না, শিবিরের উদ্দেশে বনি আমিন

২৫ নভেম্বর ২০২৫, ১২:৫৮ AM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৫, ১২:৫৮ AM
বনি আমিন

বনি আমিন © সংগৃহীত

প্রথম প্রেম তো তাই প্রেমিকাকে ভুলা যায় না বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে উদ্দেশে করে এ মন্তব্য করেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি। 

বনি আমিন বলেন, আমি কিন্তু ভালো মুসলমান না। আইম নট এ গুড মুসলিম। আমাকে মুসলমান হিসেবে কেউ যদি রেফার করে আমি মনে করি সে বোকা লোক। কারণ আমি একজন ভালো মুসলমান না। তবে আমার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল। ১৯৮০ সাল বা ৮০ সালের শেষ দিকে আমার চোখের সামনে যে তিনজন ছাত্রশিবির করত তাদেরকে গলায় জুতোর মালা পড়িয়ে তাদেরকে যখন ঘোরাচ্ছিল ঢাবির সূর্যসেন হলের সামনে, সেখান থেকে অপরাজেয় বাংলা পর্যন্ত নিয়ে গেল। সেটা আমার মনের মধ্যে দাগ কেটে ছিল, আমি খুব কষ্ট পেয়েছি যে যাদেরকে তোমরা জুতার মালা পড়িয়েছ এরাই কিন্তু একদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা ছায়া দিয়ে রাখবে। তারা ঢাবি শাসন করবে বলব না, আমার খুব কষ্ট হচ্ছিল, সহানুভূতি সবসময় ভিক্টিমের দিকে যায়। এই ছাত্রশিবির জামায়াতে ইসলাম এরা সাফার করতে করতে আজ এই পর্যন্ত এখানে এসেছে।

আপনি কি তখন ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলেন? সাক্ষাতকারে উপস্থাপকের এই প্রশ্নের উত্তরে বনি আমিন বলেন, না না ওরা আমাকে তো একেবারে রাস্টিকেট করে দিয়েছে। আমি ওখানে থাকা অবস্থায় দেড় বছর ওদের সাথে ছিলাম। এরপরে তারা বলল আমি নাকি ভালো মুসলমান না। আমাকে বলে নাকি ভালো মুসলমান না। কারণ ওদের কয়েকজন নিয়ে সিনেমা......। ওরা আমাকে দল থেকে বের করে দিয়েছে। প্রথম প্রেম তো, প্রথম প্রেম ভুলা যায় না।

ছাত্রশিবির আমাকে এক থেকে দেড় বছরের মধ্যে আমাকে আউট করে দিয়েছে। তবুও বলছিলাম প্রথম প্রেম তো প্রথম প্রেমিকাকে ভুলা যায় না। 

আমরা অনেক সিনেমায় দেখি সিনেমায় জীবনের শেষ প্রান্তে গিয়ে আবার দেখা হয়, আপনি বোধহয় সেরকমই শেষ প্রান্তে আবার শিবির বা জামায়াতের সাথে সেই প্রণয়ের জায়গাটা চলে যাচ্ছেন? — উপস্থাপকের এমন প্রশ্নে বনি আমিন বলেন, না, আসলে কি ওদেরকে যেভাবে দেখে এসছি আমি ওদের প্রতি আমার একটা অবসেশন ছিল যে, এত সুন্দরভাবে একটা রাজনৈতিক ধারাকে ধরে রেখে সেই দিক থেকে। আমার একটা দুর্বলতা অবশ্যই আছে।

ঢাবির বাসে হামলা, থানায় অভিযোগ দেবে ডাকসু
  • ১৬ জানুয়ারি ২০২৬
শীতার্তদের পাশে দাঁড়াতে ঢাবিতে ‘কুয়াশার গান’ কনসার্ট
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাসে হামলাকারী সাত কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবির মুহসীন হলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ জোন উদ্বোধন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবিতে হলের ছাদে গাঁজা সেবনের সময় ছাত্রদলকর্মীসহ আটক ৪
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল প্রধান শিক্ষকের
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9