মধ্যরাতে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ  © টিডিসি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বর লকডাউনের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। সোমবার (১০নভেম্বর) মধ্যরাতে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে ছাত্রদল নেতারা ‘১৩ তারিখ সারাদিন, লীগ ধরে জেলে দিন, লীগ ধর জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভকারীরা বলেন, ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ পালিয়েছিল — ১৯৭১ সালে এদেশের সাধারণ জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পাঞ্জাবি, বন্দুক, বেয়োনেট ও বুলেটের মুখে রেখে স্বাধীনতার কোনো দিকনির্দেশনা না দিয়ে পালিয়ে যায়। ২০২৪ সালেও আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী তাদের পরিবার-পরিজন নিয়ে ভারতে পালিয়ে গেছে। এখন পর্যন্ত তাদের কোনো সঠিক ঠিকানা জানা যায়নি। 

ভারতের মাটিতে বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে, গণতন্ত্র বিলীন করতে, গণতান্ত্রিক নির্বাচনকে ব্যাহত করতে এবং আগুন, সন্ত্রাস, ককটেল বোমার মাধ্যমে জনজীবন ব্যাহত করতে চায়।

তারা বলেন, জুলাই–আগস্ট ২০২৪-এ যেমন ছাত্র-জনতা এক হয়েছিল এবং ফ্যাসিস্ট-খুনি ভোট-চোর, ব্যাংক-লুটেরা, শিশু ও ছাত্র-খুনিদের বিরুদ্ধে গণআন্দোলন সফল হয়েছিল—এবারও তারা ঘোষণা করেছেন: ১৩ তারিখ সারাদিন ঢাকার রাজপথ থাকবে; ছাত্রদল ও জুলাইয়ের পক্ষের শক্তিরা এই দিনের অধিকার দখলে রাখবে এবং আওয়ামী লীগের সমস্ত অপতৎপরতা রুখে দেবে।


সর্বশেষ সংবাদ