ভর্তিতে লটারি বাতিলের দাবিতে রাজউক শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষার্থীদের বিক্ষোভ  © সংগৃহীত

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছেন রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। রবিবার (২ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ করেন তারা। কর্মসূচি থেকে শিক্ষার্থীরা আগামী ২০২৬ শিক্ষাবর্ষে পরীক্ষার মাধ্যমে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির দাবি জানিয়েছেন। এতে কয়েকশ শিক্ষার্থী ও বেশ কয়েকজন অভিভাবক অংশ নেন।

এসময় শিক্ষার্থীদের হাতে ‘লটারি না মেধা, মেধা মেধা’, ‘এডুকেশন ইজ অ্যা রাইট, নট প্রিভিলিজ’, ‘স্টুডেন্ট ডিজার্ভস ফেয়ার এডমিশন’, ‘লেটস ম্যারিট, নট লটারি’সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

বিক্ষোভে অংশ নেওয়া এক ছাত্রী বলেন, অনেকে বলে থাকেন ভর্তি পরীক্ষা চালু করলে কোচিং বাণিজ্য বাড়বে। আমরা দেখছি এর উল্টো চিত্র। যারা লটারিতে ভর্তি হয়ে আসে, তাদেরকে শিক্ষকরা নানাভাবে কটাক্ষ করেন। ক্লাসে বলা হয়, তোমার রাজউকে পড়ার যোগ্যতা নেই। তুমি লটারি পদ্ধতিতে ভাগ্যক্রমে এখানে ঢুকে পড়েছো। তাছাড়া ক্লাসে অনেক চাপ দেওয়া হয়। বাধ্য হয়ে ওই শিক্ষার্থী শিক্ষকের কাছে সারা বছর প্রাইভেট পড়ে, কোচিং করে। এভাবেই লটারি পদ্ধতিতে কোচিং বাণিজ্য আরও বেশি হচ্ছে। যদি পরীক্ষার মাধ্যমে কেউ ভর্তি হয়, তাহলে তাকে এ ধরনের সমস্যায় পড়তে হবে না। কোচিং-প্রাইভেটেও যেতে হবে না।

আব্দুল্লাহ কাফি নামে আরেক শিক্ষার্থী বলেন, লটারি পদ্ধতিতে আমরাও ভর্তি হয়েছি। কোনো সুখকর পরিস্থিতিতে আমরা এখন নেই। প্রতিনিয়ত আমাদের বলা হচ্ছে, তোমরা লটারির মাধ্যমে ভর্তি হয়েছো। আমি নিজেই মনে করি, লটারি পদ্ধতি ভর্তির জন্য কোনো ভালো সিস্টেম নয়। অবশ্যই ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনা উচিত এবং সেটা এ বছর থেকেই চালু করা হোক।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!