ছাত্রলীগের মিছিলে ছাত্রদলের ধাওয়া, আটক ১

আটককৃত যুবক
আটককৃত যুবক  © সংগৃহীত

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে ধাওয়া দিয়েছে ছাত্রদল। এ সময় মিছিল থেকে অমিত নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রচার করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল বের করলে শেরেবাংলা নগর থানা ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে ধাওয়া দেয়। পরে ছাত্রলীগের মিছিল থেকে অমিত নামের এক যুবককে ধরে থানায় সোপর্দ করে তারা।


সর্বশেষ সংবাদ