গত ১৬ বছর বাংলাদেশের পলিসি প্রেসক্রিপশন তৈরি করে দিত ভারত: সাদিক কায়েম

 সাদিক কায়েম
সাদিক কায়েম  © সংগৃহীত

গত ১৬ বছরে বাংলাদেশের পলিসি প্রেসক্রিপশন ভারত তৈরি করে দিত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সহ সভাপতি ( ভিপি) সাদিক কায়েম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশ ২.০: তারুণ্যের নেতৃত্বে আগামীর পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নীতি প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।‌

সাদিক কায়েম বলেন, আমাদের বিভিন্ন পলিসি একটি দেশের প্রেসক্রিপশন অনুসারে করা হয়েছে। এখানের সকল পলিসি বিগত ১৬ বছর ভারত তৈরি করে দিত। জুলাই পরবর্তী সময়ে নতুন করে পলিসি তৈরি করার জন্য তরুণদের চিন্তাভাবনা যুক্ত করতে হবে। তরুণদের এ সকল প্রস্তাবনা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সাহায্য করবে। 

অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান করে সাদিক কায়েম বলেন, এই সব পলিসি যেন শুধু মুখে মুখে না থাকে, এগুলো যেনো বাস্তবায়ন হয়। এগুলোর সুন্দর রূপরেখা আমাদেরকে দিতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ