ডাকসুতে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে হেরেছেন যারা

ডাকসু
ডাকসু  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংগঠন (ডাকসু) নির্বাচনে শীর্ষ তিন পদসহ ২৩ পদে  নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। তবে ২৮ পদের ৫টিতে জয় লাভ করতে পারেননি তারা। 

বুধবার (১০ সেপ্টেম্বর) ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ভিপি, জিএস ও এজিএস—এই তিন শীর্ষ পদেই বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। শীর্ষ তিনটি পদ বাদ দিয়ে ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছে এই প্যানেল। বাকি তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

এছাড়া, কার্যনির্বাহী সদস্যের ১৩টি পদের মধ্যে ১১টিতে জয় পেয়েছে শিবির সমর্থিত প্রার্থীরা। বাকি দুইটি আসনের একটি স্বতন্ত্র প্রার্থী এবং অন্যটি জয়ী হয়েছেন প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থী।

শিবির সমর্থিত প্যানেল থেকে সম্পাদকীয় পদে যারা জয় লাভ করতে পারেননি তারা হলেন —সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী নুরুল ইসলাম সাব্বির।  তিনি পেয়েছিলেন ২ হাজার ৭৪৭। এই পদে ৭ হাজার ৭৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।  গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে শিবিরের সাজ্জাদ হোসাইন খাঁন পেয়েছেন ৭ হাজার ১৮৯। এই পদে ১১ হাজার ৭০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জুলাই আন্দোলনে আলোচিত সানজিদা আহমেদ তন্বি। এছাড়া শিবির প্যানেল থেকে জয় লাভ করতে পারেননি সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী শরীফুল ইসলাম মুয়াজ। তিনি পেয়েছিলেন ২ হাজার ৫৫৬ ভোট। এই পদে ৭ হাজার ৬০৮ ভোট পেয়ে জয় লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী যুবাইর বিন নেছারী। 

এদিকে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে কার্যনির্বাহি সদস্য পদে জয় লাভ করতে পারেননি দুই প্রার্থী। তারা হলেন মাজহারুল ইসলাম ও আবদুল্যা আল মাহমুদ। এদের মধ্যে মাজহারুল পেয়েছেন ৩ হাজার ৩০৩ ভোট ও আবদুল্যা পেয়েছেন ৩ হাজার ৩৮৬ ভোট।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!