৮টি হলে সাদিক-আবিদ-হামিম-ফরহাদরা কে কত ভোট পেলেন?

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ AM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ AM
ডাকসুর বিভিন্ন পদের প্রার্থীরা

ডাকসুর বিভিন্ন পদের প্রার্থীরা © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে অমর একুশে হল, শহীদুল্লাহ্ হল ও মুসলিম হক, সুফিয়া কামাল, শামসুন্নাহার ও জিয়া হলসহ ৮টি হলের ফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ফল ঘোষণা করেন হল নির্বাচন কমিশনার। 

কবি সুফিয়া কামাল হলের ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম ১২৭০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এ ছাড়া উমামা ফাতেমা ৫৪৭ ও আবিদুল ইসলাম ৪২৩ ভোট পেয়েছেন। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়। সুফিয়া কামাল হলের ফলাফলে জিএস পদে শিবিরের এ এম ফরহাদ ৯৬৪, শেখ তানভীর বারী হামিম ৪০২, আবু বাকের ২১৬, মেঘমল্লার বসু ৫০৭ ও আরাফাত ৪২৮ ভোট পেয়েছেন। এজিএস পদে শিবিরের মহিউদ্দিন খান ১১৩৫ ও ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ ৩৯৭ ভোট পেয়েছেন।

অমর একুশে হলের ভোটে সহ-সভাপতি (ভিপি) পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) ৬৪৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্রার্থী। তিনি পেয়েছেন ১৪১ ভোট। একুশে হলের ভোটে জিএস পদে এস এম ফরহাদ ৪৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস প্রার্থী আবু বাকের মজুমদার। তিনি পেয়েছেন ১৮৭ ভোট। তৃতীয় অবস্থানে ছাত্রদল প্রার্থী শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ১৮০ ভোট। 

মুসলিম হক হলের ভোটে সাদিক কায়েম- ৮৮১, আবিদুল- ১৮১, কাদের- ৪৭টি ভোট। জিএস পদে এস এম ফরহাদ ৪৮৯, শেখ তানভীর বারী হামিম ২২৮, আবু বাকের ৩৪৫ ভোট পেয়েছেন।

জিয়া হলে সাদিক কায়েম ভোট পেয়েছেন ৮৪১, আবিদুল ১৮১, আব্দুল কাদের ৪৭, উমামা ১৫৩, জামাল ২২, শামীম ১৪১টি ভোট। হলটির ভোটে জিএস পদে 

শামসুন্নাহার হলের ফলাফল ভিপি সাদিক কায়েম ১১১৪, আবিদ ৪৩৪, কাদের ৫৯, উমামা ৪০৩, শামিম ৪১২, ইয়ামিন মোল্লা ৪টি ভোট পেয়েছেন। 
জিএস পদে ফরহাদ ৮১৪, হামিম ৩১২, মেঘমল্লার ৫১৭টি ভোট।

জগন্নাথ হলের ফলাফল ভিপি সাদিক কায়েম ১০, আবিদ ১২৭৬, কাদের ২১, উমামা ২৮৭, শামিম ১৭১, ইয়ামিন মোল্লা ৫টি ভোট।  জিএস পদে ফরহাদ ৫, হামিম ৩৯৮, বাকের ২৭, মেঘমল্লার ১১৭০, আশিক ৭, আরাফাত ১৬৯টি ভোট।

এস এম হলে ভিপি পদে সাদিক- ৩০৩, আবিদ- ১১০, উমামা- ৩৪, কাদের- ২১, বিন ইয়ামিন ৬, শামীম ৫০টি ভোট। জিএস পদে ফরহাদ ২৩৭, আরাফাত ৬৬, মেঘমল্লার ৪১, আবু বাকের ১৮, হামীম ১২৪টি ভোট।
 
এছাড়া শহীদুল্লাহ্ হলের ফলাফলে সাদিক কায়েম ৯৬৬, আবিদুল ১৯৯, শামীম- ১৬১, উমামা-১৪০, আব্দুল কাদের ৫৬ ভোট। জিএস পদে শিবিরের এস এম ফরহাদ ৭৭৩, শেখ তানভীর বারী হামিম ২৪৯টি ভোট পেয়েছেন।

এর আগে এদিন সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় ঢাকা শেষ হয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ করা হয়েছে।

ট্যাগ: ডাকসু
ঢাবি নিয়ে দর কষাকষি, বড়লাটের দেহরক্ষীর গুলিতেই কি নিহত হয়েছ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
মাভাবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে হাফিজুর–রাহাদুল
  • ১৬ জানুয়ারি ২০২৬
পাওনা টাকা পরিশোধের চাপ দেওয়ায় গৃহশিক্ষিকা ও তার মাকে খুন
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিইউবিটিতে স্প্রিং-২০২৬ নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
গাজীপুরে আইএসইউ’র এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সং…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে যেসব স্কলারশিপে
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9