ডাকসুর আচরণবিধি লঙ্ঘনকারীদের এক্সট্রা সুবিধা দেওয়া হচ্ছে: আব্দুল কাদের 

মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন
মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আব্দুল কাদের প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, আমরা দেখতে পেয়েছি, যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদেরকে এক্সট্রা সুবিধা দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে বরং মনোনয়নের জন্য একদিন সময় বাড়িয়ে দিয়েছিল।

বুধবার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, আমাদের মনে হচ্ছে প্রতিটা প্রার্থির মধ্যে প্রতিযোগিতা চলতেছে কে কার চেয়ে বেশি আচরণবিধি লঙ্ঘন করবে। নির্বাচন কমিশন আচরণবিধি নির্দিষ্ট সীমাবদ্ধ থাকে, কে আচরণবিধি লঙ্ঘন করছে তারা সেটা দেখছে না। 

তিনি আরও বলেন, নারী শিক্ষার্থীরা একটা অভয়ের জায়গা চায়। কিন্তু, ক্যাম্পাসের মধ্যে ভবঘুরে, মাদকাসক্ত মানুষের অভয়ারণ্যে ঘটেছে। এর ফলে নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন না। একটা নিরাপত্তাহীনতায় তাদের হাঁটাচলা করতে হচ্ছে।

কাদের বলেন, নারী শিক্ষার্থীরা আমাদের আরও জানায় নারীদের হলগুলোতে এখনো  মান্ধাতার আমলে নিয়ম-কানুন চালু আছে। আমরা এই জায়গাটা সংস্কারের ব্যাপারে তাদের আশ্বস্ত করেছি। তারা আরও আশঙ্কা প্রকাশ করছেন বিগত দিনের মতো গণরুম-গেস্টরুম ফিরে আসবে কিনা।

সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু বাকের মজুমদার বলেন, আমরা কুয়েত-মৈত্রী হলের কেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে পরিবর্তন করে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে নেওয়ার দাবি জানিয়েছিলাম। কিন্তু, প্রশাসন কেন্দ্রের জায়গা পরিবর্তন করেন নি। আমরা আশঙ্কা করছি এতে অনেক নারী শিক্ষার্থীরা ভোট প্রদানে আসবেন না।


সর্বশেষ সংবাদ