জাকসু নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলে মনোনয়নপত্র জমা ৭৪০টি
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৮:৪৭ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৭:১১ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে মোট ২৫টি পদের বিপরীতে ২৭৩টি এবং হল সংসদে ৪৬৭টিসহ মোট ৭৪০টি মনোনয়ন ফরম জমা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ২টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের এবং বিকাল ৪টায় মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়।
নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ৩দিনের দিনের তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের জন্য বরাদ্দ নির্ধারিত ৩ দিনে ২৫টি পদে ২৯৯টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা, মনোনয়নপত্র জমা হয়েছে ২৭৩টি। এছাড়া হল সংসদে ৫১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা, মনোনয়নপত্র জমা হয়েছে ৪৬৭টি। কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ মিলিয়ে ৮১৩টি মনোনয়নপত্র সংগ্রহ এবং ৭৪০টি মনোনয়নপত্র দাখিল করেছেন শিক্ষার্থীরা।’
এর আগে গত ১৮ আগস্ট সকাল ৯টা থেকে শুরু হয় মনোনয়ন ফরম উত্তোলন। পূর্বে ফরম উত্তোলনের মেয়াদ দুই দিন থাকলেও শিক্ষার্থীদের কথা বিবেচনায় পরে তা বৃদ্ধি করে ২১ আগস্ট দুপুর ২টা পর্যন্ত বাড়ানো হয়।
তবে জাকসু উপলক্ষে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সরজমিনে গিয়ে দেখা যায়, মনোনয়ন ফরম নিতে শিক্ষার্থীরা ভিড় করেছেন নির্বাচন কমিশন কার্যালয়ে। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাকসু নির্বাচনের মনোনয়ন ফরম উত্তোলন করেন। মনোনয়ন ফরম উত্তোলন শেষে বক্তব্য রাখেন বিভিন্ন পদের প্রার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. রাশিদুল আলম বলেন, আজকে মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেওয়ার শেষ দিন ছিল। ইতোমধ্যে শিক্ষার্থীদের বড় একটা অংশের ভিড় দেখেছি। গত দুই দিনের চেয়ে আজকে প্রার্থীদের ভিড় ছিল বেশি। আমরা আশা করছি উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু একটি নির্বাচন শিক্ষার্থীদের উপহার দিতে পারবো।
এছাড়া মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট।
প্রসঙ্গত, মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে আগামী ২৬ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরে আপিলের শুনানি গ্রহণ করা হবে ২৭ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং আপিলের রায় ঘোষণা করা হবে ২৭ আগস্ট বুধবার বিকাল ৪টায়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সবকিছু শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ২৯ আগস্ট বিকাল ৪টায়।