দ্বিতীয় দিনে জাকসু মনোনয়ন ফরম বিক্রি ৩২৮টি
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৬:৪২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন শেষে মোট ৮৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। অন্যদিকে হল সংসদের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ২৪১টি। এছাড়া ছাত্র সংগঠনগুলোর আবেদন ও নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য মনোনয়ন গ্রহণ ও জমাদানের সময় একদিন বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় জাকসু নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম। সকাল ৯টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত প্রথম দিনের মতো জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে এখন পর্যন্ত জাকসুতে ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এছাড়াও জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় একদিন বাড়ানো হয়েছে। গতকাল রাতে জাকসু নির্বাচন কমিশনের অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘অনেক শিক্ষার্থীই আমাদের কাছে মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছেন। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে নির্বাচন কমিশন মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় একদিন বৃদ্ধি করা হয়েছে। যেহেতু বুধবার সরকারি ছুটি রয়েছে, তাই বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ এবং বিকেল ৪টা পর্যন্ত জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।’