ফুটবল খেলতে গিয়ে আহত শিক্ষার্থীর পাশে ডিআইইউ ছাত্রদল

১৮ জুলাই ২০২৫, ১০:১৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০১:২৯ PM
আহত শিক্ষার্থীর মোহাম্মদ তুহিনের পাশে ডিআইইউ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা

আহত শিক্ষার্থীর মোহাম্মদ তুহিনের পাশে ডিআইইউ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থী ফুটবল খেলতে গিয়ে গুরুতর পা ভেঙে আহত হন। পরে তার চিকিৎসার খরচ জোগাতে আর্থিক সহায়তা প্রদান করে ডিআইইউ শাখা ছাত্রদল।

শুক্রবার (১৮ জুলাই) আহত শিক্ষার্থীর সঙ্গে দেখা করে এ সহায়তা প্রদান করা হয়। আহত শিক্ষার্থীর মোহাম্মদ তুহিন তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ৩৮ ব্যাচের শিক্ষার্থী।

খেলাধুলা করতে গিয়ে হঠাৎ দুর্ঘটনায় তার পায়ের হাড় ভেঙে যায়। এতে চিকিৎসা ব্যয়ের চাপ তার পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়।

এ খবর জানার পর ডিআইইউ ছাত্রদলের নেতাকর্মীরা আহত শিক্ষার্থীর পাশে দাঁড়ায় এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে। তাৎক্ষণিকভাবে সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে তাকে দেখতে যায় এবং হাতে তুলে দেয় সহায়তার অর্থ।

ডিআইইউ ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান চাঁদ বলেন, ‘মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এই সহায়তা করেছি। শিক্ষার্থীদের যেকোনো বিপদে আমরা পাশে থাকার চেষ্টা করি। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’

আহত শিক্ষার্থী ও তার পরিবার ডিআইইউ ছাত্রদলের এ সহানুভূতিশীল উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মঈন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার সাগর, দপ্তর সম্পাদক জুবায়ের আহমেদ।

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ২৩ জানুয়ারি ২০২৬
বাইরের মানুষ কালীগঞ্জকে শোষণ করতে চাইছে: স্বতন্ত্র প্রার্থী…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
আমি শাসক বা প্রশাসক হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি: ডা. …
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগে ও পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি
  • ২৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছি…
  • ২৩ জানুয়ারি ২০২৬