প্রশ্ন অকৃতকার্য শিক্ষার্থীদের

শিক্ষা সংস্কার না করে কেন এসএসসির রেজাল্ট সংস্কার হলো?

১৭ জুলাই ২০২৫, ০২:৫২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১০:০১ PM
ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ

ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ © ভিভিও থেকে নেওয়া

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করছেন চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর থেকে রাজধানীর বকশিবাজারে বোর্ডের সামনে অবস্থান নিয়েছেন তারা। তাদের দাবি, অন্তর্বর্তী সরকার শিক্ষার সংস্কার না করে রেজাল্টের সংস্কার করায় এ বছর ফেলের হার বেশি। তাদের সাথে  অন্যায়  করা হয়েছে। 

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, এসএসসি পরীক্ষার খাতা সুষ্ঠুভাবে মূল্যায়ন করা হয়নি। এ কারণে ফেলের হার বিগত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। যারা এক বিষয়ে ফেল করেছেন তাদেরকে কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া উচিত, তা না হলে তাদের এক বছর সময় নষ্ট হবে। পাশাপাশি তারা সুষ্ঠু সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়েছেন। 

তারা আরও বলেন, এর আগে গত ১৩ জুলাই আমরা বিক্ষোভ করেছিলাম। তখন বোর্ড কর্তৃপক্ষ আমাদেরকে বলেছিল ১৭ তারিখের মধ্যে তারা আমাদের বিষয়ে সিদ্ধান্ত জানাবে। কিন্তু তারা  আমাদেরকে কোনো ফোন বা ম্যাসেজ করেনি। তাই আমরা আবার এখানে উপস্থিত হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এরপরও দাবি না মানলে, আমরা ৬ লাখ শিক্ষার্থী শাহবাগে অবস্থান নিব। 

এর আগে, গত ১০ জুলাই প্রকাশিত হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছেন। ফেল করা শিক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী। 

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ২৩ জানুয়ারি ২০২৬
বাইরের মানুষ কালীগঞ্জকে শোষণ করতে চাইছে: স্বতন্ত্র প্রার্থী…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
আমি শাসক বা প্রশাসক হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি: ডা. …
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগে ও পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি
  • ২৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছি…
  • ২৩ জানুয়ারি ২০২৬