জুলাই ফাউন্ডেশনের অফিসে আহতদের ভাঙচুর

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস  © সংগৃহীত

গণ-অভ্যুত্থানে আহতদের কয়েকজন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস কক্ষ ভাংচুর করেছেন। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যার পর রাজধানীর শাহবাগের ওই অফিসে প্রথমে তালা লাগানো হয়। পরে সেখানকার কর্মচারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে ভাংচুর চালানো হয়।

ভাংচুরের সময় ২০-২৫ জন জুলাই যোদ্ধা সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তাদের কয়েকজন অভিযোগ করে বলেন, দ্বিতীয় ধাপের টাকা দেয়ার কথা বলে তিন-চারবার ঘোরানো হয়েছে। এরপর মঙ্গলবার টাকা দেয়ার তারিখ দিয়েছিল। কিন্তু সেই টাকা দেয়া হয়নি।

জুলাই আহতরা জানান, শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আহতরা সহায়তার এ টাকা পেতে গতকাল দুপুরের পর একই এলাকার বারডেম হাসপাতালের পাশের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অফিসের সামনে ভিড় করেন। কয়েক ঘণ্টা অপেক্ষার পর সন্ধ্যার দিকে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল আকবর বলেন, আজ টাকা দিতে পারবেন না। তার কথা শুনে ক্ষুব্ধ হয়ে অফিসে তালা লাগিয়ে দেন আহতরা। এর মধ্যে ফাউন্ডেশনের একজন কর্মচারী খারাপ আচরণ করলে সেখানে ভাংচুর করা হয়।

ভাংচুরের পর ওই অফিস কক্ষে গিয়ে দেখা যায়, অনেকগুলো চেয়ার এলোমেলো পড়ে আছে। পানির ফিল্টার ও তিনটি দরজার গ্লাস ভেঙে ফেলা হয়েছে। মেঝেতে কাচের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে আছে।

জুলাই আহত মামুন হোসেন জানান, ফাউন্ডেশনের এক কর্মী তাদের ধাক্কা দিয়ে বের করে দেয়ার কথা বলেন। এরপর সবাই ক্ষুব্ধ হয়ে ফাউন্ডেশনের অফিসে ভাংচুর চালান।

এ বিষয়ে জানতে চাইলে কামাল আকবর বলেন, জুলাই আহতদের অনেকে এখনো মানসিক ট্রমার মধ্যে আছেন। তাদের বিষয়ে কোনো অভিযোগ নাই। তারা ভবিষ্যৎ নিয়ে হতাশার মধ্যে আছেন। তাই হয়তো ভাংচুর করেছেন।

টাকা না দিয়ে বারবার ঘোরানোর অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘গুরুতর আহতদের প্রথম ধাপে টাকা দেয়া হয়েছে। যারা এখনো গুরুতর অবস্থায় চিকিৎসাধীন, তাদের মধ্যে ৮০৬ জনকে দ্বিতীয় ধাপের টাকা দেয়া হয়েছে। বাকিদেরও ধাপে ধাপে দেয়া হবে। আমরা চেষ্টা করছি দ্রুত বিষয়টি সমাধান করার।’

তিনি আরও জানান, ভাংচুরের পর তার সঙ্গে আলোচনায় বসেন আহতরা। সেখানে আগামী রবিবার টাকা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!