ওসির নির্দেশে হামলা, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: রাফি

০২ জুলাই ২০২৫, ০১:১৭ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৮:১৬ AM
তালাত মাহমুদ রাফি

তালাত মাহমুদ রাফি © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন, ‘যে ওসির নির্দেশে আমার সহযোদ্ধা ভাইদের উপর হামলা করা হয়েছে, সেই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

বুধবার (২ জুলাই) সকালে চট্টগ্রামের পটিয়ায় পুলিশি হামলার প্রতিবাদে আয়োজিত ‘পটিয়া ব্লকেড কর্মসূচি’তে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘যেসব পুলিশ সদস্য সরাসরি এ হামলার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ এসময় উপস্থিত নেতাকর্মীরা সংশ্লিষ্ট ওসির পদত্যাগের দাবিও জানান।

পটিয়া থানা সংলগ্ন এলাকায় সকাল থেকেই অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রজনতার নেতাকর্মীরা। দলে দলে লোকজন যোগ দিতে থাকায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং দীর্ঘ যানজটে পড়েন শহরমুখী চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ।

কর্মসূচি চলাকালে পুলিশের হামলার শিকার হন এনসিপির এক নারী নেত্রীও। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘একজন পুরুষ পুলিশ সদস্য কীভাবে একজন নারীর উপর হাত তোলে? তারা গেট বন্ধ করে দিলে আমার পা গেটের মধ্যে আটকে যায়। অনেক কষ্টে পা বের করেছি, প্রচণ্ড ব্যথা পাচ্ছি।’

উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পটিয়া থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২৩ জন আহত হন।

ঘটনার সূত্রপাত হয় পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটকের মাধ্যমে। আন্দোলনকারী ছাত্ররা তাকে পটিয়া থানায় নিয়ে যান। কিন্তু তাঁর নামে কোনো মামলা না থাকায় পুলিশ গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানায়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পরে ওই ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয়।

হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬