রাকিবের বক্তব্যের কড়া প্রতিবাদ জানাল জবি শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ

২৭ জুন ২০২৫, ০৪:৩৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:০০ PM
জবি শিবির সভাপতি আসাদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ফয়সাল মুরাদ, শিবির সেক্রেটারি রিয়জুল ইসলাম ও ইনসেটে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

জবি শিবির সভাপতি আসাদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ফয়সাল মুরাদ, শিবির সেক্রেটারি রিয়জুল ইসলাম ও ইনসেটে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের ‘ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নিয়ে দেয়া বক্তব্যকে ভিত্তিহীন, বেপরোয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা।

বৃহস্পতিবার (২৬ জুন) জবি মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে রাকিবুল ইসলাম বলেন, ‘জবি শিবির সভাপতি-সম্পাদক এক সময় ছাত্রলীগ করতেন” এবং “ইসলামি ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ পুনর্বাসনের প্ল্যাটফর্ম।’ এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট দুই সংগঠনের নেতারা।

জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, ‘একটা বৃহৎ, ত্যাগী ও আদর্শভিত্তিক ছাত্রসংগঠনের নেতৃত্ব থেকে ছাত্রসমাজ দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করে। কিন্তু যখন অযোগ্য কাউকে ধরে এনে নেতৃত্বে বসানো হয়, তখন তার কাছ থেকে দায়িত্বশীলতা আশা করাটাই বোকামি। আজ আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে তা প্রমাণ করেছেন।’

তিনি বলেন, ‘আপনার মন চাইল, অমনি আমাকে ‘ছাত্রলীগ’ বলে দিলেন? এতটা নিম্নপর্যায়ে কীভাবে নামা যায়? তা আমার জানা নেই। এই ভিত্তিহীন, অবমাননাকর ও মানহানিকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

আসাদ বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি, এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য আপনি অবিলম্বে প্রত্যাহার করুন। নিজের দল ও আদর্শ নিয়ে কিছু বলার সামর্থ্য না থাকলে, অন্তত চুপ থাকুন। জুলাই বিপ্লবোত্তর ছাত্রসমাজ আপনার এই ঘৃণ্য ও বেপরোয়া বক্তব্য কখনোই মেনে নেবে না। দয়াকরে একটি ডানপন্থী, আদর্শবাদী সংগঠনকে এভাবে সমূলে বিনাশ করার চেষ্টা করবেন না।’ এদিকে জবি শাখা সেক্রেটারি রিয়াজুল ইসলাম প্রতিবাদে বলেন, “এই অযোগ্য নেতৃত্বের গুণেই একদিন দেশ থেকে মুছে যাবে ছাত্রদলের নাম।”

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে কতজন এক্স-ছাত্রলীগ আছে, তা আমরা সবাই জানি। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সহযোদ্ধা রাকিব ভাইয়ের সইয়েই এই কমিটি—তাহলে তিনিই তো সবচেয়ে বেশি ছাত্রলীগ পুনর্বাসন করেছেন!’

তিনি বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠিত হয়েছে জুলাইয়ের গুলিবিদ্ধ শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে। আপনি আহত ছাত্রদল কর্মীদের নয়, বরং এক্স-ছাত্রলীগদের জায়গা দিয়েছেন। আর আমরা আহতদেরই পুনর্বাসন করেছি।’

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9