নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

বৃক্ষ রোপণ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা
বৃক্ষ রোপণ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা  © টিডিসি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নাটোরের নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ।

বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনছার উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এজেএম নূরে ই আলম, টিএসসি পরিচালক নাসরিন নূবনা, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সার্বিক নেতৃত্বে ছিলেন ছাত্রদল নেতা মিঠুন ইসলাম।

এ ছাড়া কর্মসূচিতে অংশ নেন ছাত্রনেতা হুমায়ূন আহমেদ জনি, রাতুল ইসলাম, নাদিম ইসলাম, পিয়াল ইসলাম, রিয়াদ ইসলাম, জেসমিন নিশা, সজল ইসলাম, নিঝুমসহ অন্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘গাছ শুধু পরিবেশ রক্ষায় নয়, মানবজীবন টিকিয়ে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে এখনই আমাদের সচেতন হতে হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তুলবে এবং সামাজিকভাবে ইতিবাচক প্রভাব ফেলবে।’

সাধারণ শিক্ষার্থীরা জানান, এমন উদ্যোগ শুধু ক্যাম্পাসের সৌন্দর্যই বাড়ায় না, পরিবেশ নিয়ে ভাবতে শেখায় তরুণ সমাজকে।

ছাত্রনেতা মিঠুন ইসলাম বলেন, গাছ শুধু অক্সিজেনই দেয় না, দেয় সাহস, বাঁচার শক্তি। একজন শিক্ষার্থী হিসেবে আমাদের পুঁথিগত জ্ঞানের পাশাপাশি পরিবেশ ও সমাজ নিয়ে ভাবাও দায়িত্ব। এ বৃক্ষরোপণ কর্মসূচি সেই দায়িত্ব পালনের একটি প্রতীক। এটি শুধু গাছ লাগানোর নয়, বরং একটি সবুজ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টা।

এমন উদ্যোগে শিক্ষাঙ্গনে রাজনীতির ইতিবাচক ও মানবিক দিকটি তুলে ধরেছে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল। ভবিষ্যতেও এমন পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন আয়োজকরা।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!