আগামীর বাংলাদেশে কেউ রাজনৈতিক পরিচয়ে চাকরি পাবে না: বাকের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ জুন ২০২৫, ১২:৪৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৯:৩৩ PM
আগামীর বাংলাদেশে কেউ রাজনৈতিক পরিচয়ে চাকরি পাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার।
আজ রবিবার (২২ জুন) ইস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) তারুণ্যের রাষ্ট্র চিন্তা প্ল্যাটফর্মে আয়োজিত ‘শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক এ সংলাপে এক প্রশোত্তর পর্বে এ মন্তব্য করেন তিনি। এ সংলাপের আয়োজন করে অর্পণ আলোক সংঘ।
আবু বাকের মজুমদার বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থার পরিবেশ এখনো সেভাবে গড়ে উঠেনি। যেভাবে গড়ে উঠলে একজন শিক্ষার্থী তার শিক্ষাজীবন শেষ করে রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনের কাছে ধর্না দিতে হতো না।’
তিনি বলেন, ‘আমরা অতীতে দেখেছি, এককেন্দ্রিক চাকরির বাজার ব্যবস্থা থাকায় একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে ছাত্রলীগের কাছে চাকরির জন্য ধর্না দিতে হতো। আগামী দিনে এমন পরিবেশ গড়ে উঠুক, যেন একজন শিক্ষার্থী তার চাকরির জন্য অন্য কারও কাছে ধর্না দিতে না হয়।
আরও পড়ুন: শিক্ষার পদ্ধতিগত কারণে বেকার তৈরি হচ্ছে: জাবি ভিসি
সংলাপে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আলমগীর পাভেল, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।