মাতৃভাষায় সেকেন্ডারি পর্যন্ত শিক্ষাব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে: সালাহউদ্দিন

অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ
অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ  © টিডিসি

মাতৃভাষায় সেকেন্ডারি পর্যন্ত শিক্ষাব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ রবিবার (২২ জুন) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) তারুণ্যের রাষ্ট্র চিন্তা প্ল্যাটফর্মে আয়োজিত ‘শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন। এ সংলাপের আয়োজন করে অর্পণ আলোক সংঘ।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশে প্রত্যাবর্তনের পর এই প্রথম এমন প্রোগ্রামে অংশগ্রহণ করলাম। আমাদের পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে। স্বাধীনতার পর যা কিছু করতে পারতাম, তা করতে পারেনি। আমাদের দেশ থেকে মেধাবী চলে যাওয়ার বহু কারণ রয়েছে। চাকরির ক্ষেত্রে বৈশম্যসহ নানা সমস্যা রয়েছে।’

তিনি বলেন, ‘মাতৃভাষায় সেকেন্ডারি পর্যন্ত শিক্ষাব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। ব্যাকরণসহ শিখতে হবে। বিদেশি ভাষা অবশ্যই শিখাতে হবে। শিক্ষাকে যেভাবে বিগত সময়ে দূষণ করা হয়েছে, ফলে আজকে এ সেমিনার করতে হচ্ছে। দেশে শিক্ষার্থীদের ফেরাতে আমরা কাজ করব।’

আরও পড়ুন: অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাসে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে শিক্ষা

সংলাপে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আলমগীর পাভেল, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার।


সর্বশেষ সংবাদ