শিক্ষার পদ্ধতিগত কারণে বেকার তৈরি হচ্ছে: জাবি ভিসি

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাবি ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাবি ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান  © টিডিসি

শিক্ষার পদ্ধতিগত কারণে বেকার তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

আজ রবিবার (২২ জুন) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) তারুণ্যের রাষ্ট্র চিন্তা প্ল্যাটফর্মে আয়োজিত ‘শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক এ সংলাপে এক প্রশোত্তর পর্বে এ মন্তব্য করেন তিনি। এ সংলাপের আয়োজন করে অর্পণ আলোক সংঘ।

জাবি ভিসি বলেন, এখনো পর্যন্ত কোনো শিক্ষা সংস্কার কমিশন গঠিত হয়নি। এটা দুঃখের বিষয়। অথচ এ বিষয়টাতে গুরুত্ব দেওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। শিক্ষাব্যবস্থায় যত দিন এ ভঙ্গুর ব্যবস্থা থাকবে, তত দিন এ সমস্যা থাকবেই।

আরও পড়ুন: গণ-অভ্যুত্থান শক্তির ছাত্র সংগঠনগুলোর মধ্যে আরও গভীর সম্পর্ক থাকা উচিত: নাছির

সংলাপে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আলমগীর পাভেল, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার।


সর্বশেষ সংবাদ