ঢাকা বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের পাশে ছাত্রসংগঠন, থাকছে নানা আয়োজন

০৭ জুন ২০২৫, ০৯:১৮ AM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০১:০২ AM
ঢাবি লোগো

ঢাবি লোগো © টিডিসি

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই ঈদের বিশেষত্ব কোরবানি, আর এ উৎসবকে ঘিরে প্রতি বছরই মানুষ বাড়ির টানে ছুটে যায় পরিবার পরিজনের কাছে। তবে নানা কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ঈদে বাড়ি ফিরতে পারেন না। কেউ কেউ আর্থিক সংকটে, কেউবা ব্যক্তিগত বা পারিবারিক সীমাবদ্ধতার কারণে ঈদ উদযাপন করেন প্রিয় ক্যাম্পাসেই। আর এই শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। কেউ আর্থিক সহায়তা করছেন, কেউ বা আয়োজন করেছেন ঈদের খাবার ও কোরবানির মেজবান।

অর্থনৈতিক সহায়তা ও ঈদের খাবার ভাগাভাগি— ছাত্র অধিকার পরিষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী আর্থিক সংকটে ঈদের ছুটিতে বাড়ি ফিরতে পারছেন না, তাদের সহযোগিতা করছে ছাত্র অধিকার পরিষদ। সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৫৩ জন শিক্ষার্থীকে সহায়তা করেছি। গড়ে ১ হাজার টাকা করে দিচ্ছি। কারও কারও চাহিদা অনুযায়ী দেড় হাজার বা আঠারোশো টাকা লাগলে ২ হাজার করে দেওয়া হচ্ছে। আবার কেউ ৫০০ বা ৭০০ টাকা চাইলে তাদের প্রয়োজনের চেয়েও একটু বেশি দেওয়ার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘যেসব শিক্ষার্থী ক্যাম্পাসেই থাকবেন, তাদের সঙ্গে ঈদের খাবার ভাগাভাগিরও পরিকল্পনা আছে। তবে এখনো নির্দিষ্ট তারিখ ও সময় ঠিক করা হয়নি।’

ঈদের কোরবানি ও উৎসব আয়োজন— গণতান্ত্রিক ছাত্র সংসদ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (গাছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সবাই আমাদের পরিবারের অংশ। তাই ঈদের দিন আমরা কবি জসীম উদ্দিন হল মাঠে একটি গরু কোরবানি করব এবং সবাই মিলে খাওয়া-দাওয়া করে ঈদ উদযাপন করব।’

তিনি জানান, এর আগে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীদের জন্য বাস চালুর চেষ্টা করেছিলেন, যাতে কেউ টিকিটের অভাবে বাড়ি যেতে না পারে। যদিও তা বাস্তবায়ন হয়নি, তবে অনেক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা করে বাড়ি পাঠিয়েছেন।

'আত ত্বাকওয়া কোরবানি ফেস্ট'— ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবার ঈদে আয়োজন করেছে 'আত ত্বাকওয়া কোরবানি ফেস্ট'। এটি তাদের ছাত্রকল্যাণমূলক প্রকল্প INSAF (Initiative for Safe and Assured Future) এর মাধ্যমে বাস্তবায়িত হবে।

ঢাবি ছাত্রশিবির সভাপতি এসএম ফরহাদ বলেন, ‘শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমরা ঈদের আনন্দ ভাগাভাগির জন্য এই আয়োজন করছি, যাতে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা এক ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন।’

INSAF পরিচালক ও ঢাবি ছাত্রশিবিরের বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার জানান, “ঈদের দিন, ৭ জুন দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মুহসিন হল খেলার মাঠ ও কার্জন হলে এই উৎসব হবে। পশু কোরবানির পর শিক্ষার্থীদের জন্য মেজবানি আয়োজন থাকবে। প্রতিটি হলে থাকা শিক্ষার্থীদের কাছে আমরা দাওয়াতপত্র পৌঁছে দিচ্ছি।”

‘কমল মেডি এইড’-এর খাবার বিতরণ— ছাত্রদলের কার্যক্রম

কবি জসীম উদ্দিন হল ছাত্রদলের প্রচার সম্পাদক ও ‘কমল মেডি এইড, ঢাবি’ সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ তানভীর বারী হামিম বলেন, ‘ঈদের দিন রাতে বিশ্ববিদ্যালয়ের ১৯টি আবাসিক হলে অবস্থানকারী শিক্ষার্থীদের জন্য আমরা রাতের খাবার পৌঁছে দিতে চাই। ইতোমধ্যে ১১৪ জন শিক্ষার্থী আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, যাদের মধ্যে ১৫ জন ভিন্ন ধর্মাবলম্বীও আছেন— তাদের জন্যও খাবারের ব্যবস্থা থাকবে।’

তিনি আরও জানান, “দুপুরে হল প্রশাসন খাবারের আয়োজন করছে বলেই আমরা রাতের আয়োজন করছি। ঈদুল ফিতরেও আমরা একই কার্যক্রম করেছি।”

‘কমল মেডি এইড, ঢাবি’ সংগঠন ইতোমধ্যে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট, স্বাস্থ্যসেবা ক্যাম্প, গার্লস কমনরুমে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন ও গরমে বিনামূল্যে লেবু পানি বিতরণের মতো শিক্ষার্থীবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে ইতিবাচক সাড়া পেয়েছে।

শিক্ষার্থীদের কণ্ঠে সন্তুষ্টি

ক্যাম্পাসে অবস্থানকারী একাধিক শিক্ষার্থী বলেন, ‘আগে দেখা যেত, ছাত্রলীগের প্রভাব থাকায় অন্যান্য রাজনৈতিক দল শিক্ষার্থীদের জন্য কোনো কার্যক্রম চালাতে পারত না। কিন্তু ৫ আগস্টের পর আমরা দেখছি, নানা রাজনৈতিক সংগঠন এক ধরনের ইতিবাচক প্রতিযোগিতায় নেমেছে— কে কতটা শিক্ষার্থীবান্ধব কার্যক্রম করতে পারে। এটা নিঃসন্দেহে প্রশংসনীয়।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলায় ৫ মার্কিন …
  • ০৩ জানুয়ারি ২০২৬
পাকিস্তানে ইউটিউবার-সাংবাদিকসহ ৭ জনের ‘ডাবল’ যাবজ্জীবন কারা…
  • ০৩ জানুয়ারি ২০২৬
চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৬০ জন …
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন’
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে …
  • ০৩ জানুয়ারি ২০২৬
মানবিক কাজের মাধ্যমে নতুন বছরকে বরণ রুয়েট শিক্ষার্থীদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!