শিবিরের আইনি নোটিশের নিন্দা ছাত্র ফেডারেশনের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৬:৫২ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ০৮:৫০ PM
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের চারজন নেতার নামে আইনি নোটিশ পাঠানোর ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। আজ ৪ জুন এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ এই নিন্দা জানান।
আইনি নোটিশ পাওয়া নেতৃবৃন্দ হলেন— ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক ও সম্পাদক সাকিবুর রনি।
বিবৃতিতে নেতারা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর ছাত্র-জনতা প্রত্যাশা করেছিলো, সকল পক্ষ ভিন্নমত থাকা সত্ত্বেও গণতান্ত্রিক সংস্কৃতি ও সহাবস্থানের অলিখিত বিধান মেনে চলবে। কিন্তু সাম্প্রতিক সময়ে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলার মাধ্যমে সেই চর্চার ব্যত্যয় ঘটেছে, যেখানে শিবিরের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা অংশ নিয়েছে।’
তারা আরও বলেন, ‘শিবিরের এই তৎপরতা জুলাই অভ্যুত্থানে গড়ে ওঠা ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা। ইতিহাসে তাদের পূর্বসূরীরা যেমন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তেমনি বর্তমানেও তারা গণতন্ত্রবিরোধী অবস্থান নিয়েছে। বিগত সরকারের আমলে তারা নিজেদের পরিচয় গোপন করে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সক্রিয় ছিল। এখন তারা ছাত্র ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে সেই অতীতকেই পুনরায় সামনে আনছে।’
বিবৃতিতে বলা হয়, ‘গণতন্ত্রকামী সংগঠনগুলোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও বিদ্বেষমূলক প্রচারণার পথ থেকে সরে এসে শিবিরকে গণতান্ত্রিক রাজনীতির চর্চায় ফিরে আসতে হবে। পাশাপাশি মনে রাখতে হবে, জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র-জনতার আত্মত্যাগের পর পুনরায় হামলা-মামলার পুরোনো সংস্কৃতি ছাত্রসমাজ মেনে নেবে না।’