ফেনীতে আহত ৭৫ জন পেলেন ৭৫ লাখ টাকা সহায়তা
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগ
- ফেনী প্রতিনিধি
- প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৮:৩১ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০১:৪৮ PM
চব্বিশের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফেনীতে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ৭৫ জন আহতদের মাঝে ১ লাখ টাকা করে মোট ৭৫ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক বলেন, জুলাই আন্দোলনে ফেনীতে হতাহতের সংখ্যা অন্য জেলার চেয়ে তুলনামূলকভাবে বেশি ছিল। ক্ষতিগ্রস্তদের আর্থিক, চিকিৎসা সহায়তা ও পুনর্বাসনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ফেনীর শহীদ ১০টি পরিবারকে ১০ লাখ টাকা করে মোট ১ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। আহতদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির ৩ জনকে ৬ লাখ টাকা, ‘বি’ ক্যাটাগরির ৩০ জনকে ৩০ লাখ টাকা এবং ‘সি’ ক্যাটাগরির ৩৪৩ জনকে ৩ কোটি ৪৩ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া আজকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও ৭৫ জন আহতকে ৭৫ লাখ টাকা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, এসব সহায়তার বাইরে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তরের মতো বিভিন্ন দপ্তরের মাধ্যমে নানাভাবে আর্থিক সহযোগিতা করা হয়েছে। সব মিলিয়ে ফেনীতে হতাহতদের এখন পর্যন্ত প্রায় ৫ কোটি ৫৪ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে সব রাজনৈতিক দল : সালাহউদ্দিন আহমেদ
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, জুলাই যোদ্ধাদের ত্যাগ কখনোই আর্থিক মানদণ্ডে পরিমাপ করা যাবে না। তাদের এই ত্যাগ অমূল্য। তারপরও অর্থের প্রয়োজন কারণ, অনেকেই আহত অবস্থায় আছেন, কেউ কেউ অসচ্ছল জীবন যাপন করছেন। তাদের সহায়তায় সরকার, প্রশাসনসহ আমরা সবাই সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সাইফুল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার শামীমা আক্তার, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এডমিন এক্সিকিউটিভ অফিসার রিয়াজুল ইসলাম, সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, ভেরিফিকেশন অফিসার মেহেদী হাসানসহ আন্দোলনে আহতরা উপস্থিত ছিলেন।