রাবিতে হামলার প্রতিবাদে ইবি ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

২৯ মে ২০২৫, ০৮:১৮ AM , আপডেট: ৩১ মে ২০২৫, ০৮:১৫ AM
ইবিতে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়ন

ইবিতে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়ন © টিডিসি ফটো

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণতান্ত্রিক ছাত্র জোটের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়নের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতা-কর্মীরা।

মিছিলে ‘রাজাকারের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’; ‘আল বদরের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’; ‘রাবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব দে’; ‘আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’; ‘চব্বিশের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’; ‘একাত্তরের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’; ‘একাত্তরের শত্রু যারা, বাংলাদেশের শত্রু তারা’; ‘চব্বিশের শত্রু যারা, বাংলাদেশের শত্রু তারা’;  ইত্যাদি স্লোগান নেতাকর্মীরা দিতে দেখা যায়। 

বক্তারা বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ টি এম আজহারকে বেকসুর খালাস দিয়েছে। তারা ই রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন। তাদেরই বেকসুর খালাস দেওয়া হয়, যাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া হয়। কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্যে আল বদরের ভূমিকায় তৎকালীন ছাত্র সংঘের রংপুর বিভাগের সভাপতি এ টি এম আজহার সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করেছে। 

আরও পড়ুন: সচিবালয়ে আজ থেকে এক ঘণ্টা কর্মবিরতি পালন করবেন কর্মচারীরা

তারা বলেন, রায়ের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘গণতান্ত্রিক ছাত্র জোট’ শান্তিপূর্ণ মিছিল করলে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের নামে শিবিরের নেতা-কর্মীরা হামলা করে। এ সময় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানায় সংগঠনটি।  

‘নাসিরকে বল দেওয়া জীবনের অন্যতম বড় ভুল’
  • ০৯ জানুয়ারি ২০২৬
দুই মাসের আমদানি বিল পরিশোধে রিজার্ভ নামলো ৩২ বিলিয়নে
  • ০৯ জানুয়ারি ২০২৬
চলমান বিক্ষোভে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • ০৯ জানুয়ারি ২০২৬
নাটোর-১ আসনে বিএনপির একাধিক প্রভাবশালী প্রার্থী, ফুরফুরা জা…
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, গাইবান্ধায় ১৪৪ ধারা জারি
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চে…
  • ০৮ জানুয়ারি ২০২৬