অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম © টিডিসি সম্পাদিত
যৌন নিপীড়কের দায়ে অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. নুরুল ইসলামকে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভতে (ইউডা) ভিসি নিযুক্ত করার নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একইসঙ্গে তার অপসারণও দাবি করেছে সংগঠনটি। শনিবার (২৪ মে) সংগঠনটির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক লিয়াকত লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও অপসারণ দাবি করা হয়।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে ২০২৩ সালে ডিসেম্বরে যৌন নিপীড়নের ঘটনায় বিচারকার্য চলাকালীন সময়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে অব্যাহতি করা হয়। কিন্তু সম্প্রতি তাকে বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিযুক্ত করা হয়।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সংগঠনটির শাখা সভাপতি নাবিন আবতাহি ও সাধারণ সম্পাদক মারুফ হাসান ভূঞা এক যৌথ বিবৃতিতে বলেন, ‘অতিসত্বর এই যৌন হয়রানির সাথে যুক্ত শিক্ষক নুরুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করতে হবে। অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের ঘটনা ঘটছে এবং বিচারহীনতার উদাহরণ বারে বারেই তৈরি হচ্ছে। শুধু বিশ্ববিদ্যালয়গুলোতে নয়, শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের সকল স্তরেই দিন দিন যৌন নিপীড়নের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। অতীতে এসব ঘটনার বিচার তো হয়নি- বরং রাষ্ট্র, সরকার, প্রশাসন এসব নিপীড়কদের পক্ষে অবস্থান গ্রহণ করেছে। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে সকলের প্রত্যাশা ছিল দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি পরিবর্তন হবে।’
তারা আরও বলেন, আমরা অবাক হয়ে দেখলাম অন্তবর্তীকালীন সরকারের সময়ে যৌন নিপীড়ক শিক্ষক নূরুল ইসলামকে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভতে ভিসি নিযুক্ত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি একজন যৌন নিপীড়কের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার কোনো অধিকার থাকতে পারে না। তার কাছে কোনো শিক্ষার্থী নিরাপদ নয়। তাই অবিলম্বে তাকে ভিসি পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি।
নেতৃবৃন্দ আরও বলেন, ‘সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ ইউজিসি এতে কর্ণপাত করেনি। আমরা দ্রুত যৌন নিপীড়ন বিরোধী সেলকে কার্যকর করার দাবি জানাচ্ছি।’
এছাড়া দুটি দাবি জানান তারা। এগুলো হলো- অতিসত্বর যৌন নিপীড়ক ভিসি শিক্ষক নুরুল ইসলামকে অপসারণ করতে হবে এবং সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করতে হবে।