সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান, জুলাই ঘোষণাপত্রসহ তিন দাবি

ঢাবিতে জুলাই ঐক্যের বিক্ষোভ সমাবেশ
ঢাবিতে জুলাই ঐক্যের বিক্ষোভ সমাবেশ  © টিডিসি ফটো

জুলাই স্পিরিট ধরে রেখে নতুন বাংলাদেশ গড়তে সব ভেদাভেদ ভুলে রাজনৈতিক ও সমাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে ‘জুলাই ঐক্য’। বৃহস্পতিবার (২২ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ আহবান জানানো হয়। ‘জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধ’ বিক্ষোভ মিছিল করেন নেতা-কর্মীরা। 

মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে ফের রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় আন্দোলনকারীদের ‘সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দড়ি লাগলে দড়ি নে, হাসিনারে ফাঁসি দে’, ‘জুলাই এর চেতনা, মলিন হতে দেব না’, ‘লাল জুলাইয়ে চেতনা, মলিন হতে পারে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়৷

বিক্ষোভ মিছিল থেকে তিন দফা দাবি ঘোষণা করা হয়েছে। জুলাই ঐক্যের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এ দাবি ঘোষণা করেন। তিন দাবির মধ্যে রয়েছে, 

১. জুলাইয়ের সব শক্তিকে বিনষ্ট করতে যে সব ভারতীয় এজেন্ট কাজ করছে, তাদের অবিলম্বে খুজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। 

২. উপদেষ্টা পরিষদে যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যতিব্যস্ত, অবিলম্বে তাদের অপসারণ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে।

৩. অবিলম্বে জুলাই ঘোষণাপত্র যথাসময়ে দিতে হবে।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, এই ইন্টেরিম ক্ষমতাকে ভোগ করতে লিপ্ত হয়ে গেছে। এ সরকারের কারও কারও মধ্যে অতিমাত্রায় ভারতপ্রীতি ও অতিমাত্রায় মার্কিনপ্রীতি দেখা যাচ্ছে। অভ্যুত্থানের দাবি ছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই গণহত্যা, শাপলা গণহত্যাসহ তাদের সকল অপকর্মের বিচার করতে হবে। কিন্তু  আগস্টের পর পর দেখলাম, ভারতের আধিপত্যবাদের দোসর এক ‍উপদেষ্টা ঘোষণা দিয়েছে, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করাকে সমিচীন মনে করেন না। 

আরও পড়ুন: বর্তমান পরিস্থিতি নিয়ে মির্জা গালিবের ৫ পরামর্শ

আমরা হুশিয়ারি করে দিয়ে বলেন, উপদেষ্টা পরিষদে কোন ধরনের ভারতীয় দালালের জায়গা হতে দেওয়া যাবে না। আমরা জুলাইয়ে সব মত পথ ভুলে শুধু দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছিলাম। কিন্ত কতিপয় জুলাই ব্যবসায়ী এ ঐক্যকে নানাভাবে বিনষ্ট করেছে। আমরা বার বার বলছিলাম ধরাকে সরাজ্ঞান করবেন না। কিন্তু তারা নিজেদেরকে বিভিন্ন অ্যাম্বাসির পাওয়ারে নিজেদের এতই ক্ষমতাবান মনে করেছে। তারা জুলাই ঘোষণাপত্র এখনও দিচ্ছে না। 

তিনি আরও বলেন, উপদেষ্ট পরিষদে যে সব ব্যক্তি ভারতীয় আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন, তাদের অবিলম্বে অপসারণ করতে হবে। তা না হলে ছাত্রজনতা বাধ্য হবে জুলাইয়ের মতো আপনাদের বিরুদ্ধে আরেকটা আন্দোলন গড়ে তুলতে। আজকে আমরা দেখেছি, ইন্টেরিম সরকারকে নানাভাবে ব্যর্থ করে দিতে চক্রান্ত চালাচ্ছে ভারতীয় আধিপত্যবাদের দোসররা। তারা জুলাইয়ের রক্ত মাড়িয়ে আবারও ভারতীয় কর্তৃত্ববাদীদের হাতে বাংলাদেশকে তুলে দিতে চায়। 

সমাবেশে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ’র (আপ বাংলাদেশ) প্রতিনিধি আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, অন্তর্বর্তী সরকারে যে সব ভারতীয় দালালের পুনর্বাসন করা হয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত অপসারণ করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের ওপর আপনার সরকার গঠিত। আমরা আপনার ওপর আস্থা রাখতে চাই। জুলাইয়ের ঐক্যকে যারা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। দ্রুত জুলাই ঘোষণাপত্র দেন এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করেন।


সর্বশেষ সংবাদ