সাম্যের বড় ভাই
ঢাবি পরিবারকে ধন্যবাদ জানিয়ে বললেন—তারা আমাদের সাহস ও শক্তি যুগিয়েছেন
বিচারে কালক্ষেপণ না করার অনুরোধ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ মে ২০২৫, ১০:০৭ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৫:৩৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকান্ড নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিচারে কালক্ষেপণ না করার অনুরোধ জানিয়েছেন নিহত সাম্যের বড় ভাই এস এম শরিফুল আলম। পাশাপাশি সাম্য হত্যাকাণ্ডের পর থেকে আন্তরিক সহযোগিতার মাধ্যমে সাহস যোগানোর জন্য তিনি ঢাবি উপাচার্য-প্রক্টরসহ ঢাবি পরিবার ও ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রবিবার (১৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সাম্য হত্যার বিচার চেয়ে আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। এর আগে শাহরিয়ার আলম সাম্যের সহপাঠিরা ৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষে শাহবাগ থানা অবরোধ করে।
এসময় এস এম শরিফুল আলম বলেন, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সাম্যের বন্ধুবান্ধব সবার কাছে আমার দাবি একটাই, আমার ভাইয়ের বিচারের নামে কোন প্রহসন যেন না হয়। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যেন কালক্ষেপণ করা না হয়। শিক্ষার্থীদের যাতে উত্তেজিত করে কোন ফায়দা হাসিলের চেষ্টা না করা হয় এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।
আরও পড়ুন: দুই দশক পর ফরম ছেড়ে সদস্য সংগ্রহে ইবি ছাত্রদল
সাম্যের বন্ধুবান্ধব, ছাত্রদল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে ধন্যবাদ জানিয়ে সাম্যের বড় ভাই বলেন, আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সাম্যের বন্ধুবান্ধব, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার, ভিসি স্যারকে। ঘটনার দিন রাত থেকেই তারা আমাদের সাহস ও শক্তি যুগিয়েছেন। আমি ধন্যবাদ জানাই, ছাত্রদলের ছোট ভাই বোনদের তারা আমাদের সাথে সবসময় ছিল এখন পর্যন্ত তারা আমাদের সাথে যোগাযোগ রাখছে। আমাদের পরিবার থেকে তাদের প্রতি চিরকৃতজ্ঞ আমরা।
তিনি আরো বলেন, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই আমার ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে যেন কোন নিরপরাদ ব্যক্তি যেন ফেঁসে না যায়। আমার ভাই মারা গেছে আমার ভাইকে ফিরে পাব না। কিন্তু আমরা এটাও নিশ্চিত চাই খুনির যেন সর্বোচ্চ সাজা নিশ্চিত হয়। আমার ভাইয়ের পরিণতি যেন আর কোন ভাইয়ের পরিণতিতে পরিণত না হয়। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই যেন জান্নাতবাসী হয়।
আরও পড়ুন: ভিসিকে ‘ফাদার অব মবোক্রেসি’ বললেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায়
সাম্যের ব্যক্তিগত জীবন প্রসঙ্গে এস এম শরিফুল আলম বলেন, আমার ভাই অনেক মেধাবী ও পরিশ্রমী ছিল। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থাতেই সে বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নিতো। আমাদের পরিবার থেকেও শুনিনি সে কোন বাজে কিছুর সাথে জড়িত। কিন্তু কিছু ফেসবুক বুলিংয়ে দেখতে পাই অনেকেই তার চরিত্র হননে ব্যস্ত। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তোমরা যদি একজন নিরীহ ছেলের চরিত্র হননে লিপ্ত থাকো তাহলে একদিন তোমাদের অবস্থাও সাম্যের মতো হবে।