জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সমাবেশ আজ

১৬ মে ২০২৫, ০৮:৩১ AM , আপডেট: ১৬ মে ২০২৫, ১০:৪৫ PM
জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জবি শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা কাকরাইল মোড়েই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এদিকে আজ শুক্রবার সকাল ১০টায় বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা কাকরাইলে সমাবেশ করবেন। পাশাপাশি জুমার নামাজের পর শুরু হবে গণঅনশন। 

বৃহস্পতিবার (১৫ মে) রাত ১১টা ৫০ মিনিটে ‘জবি ঐক্য’র পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন এ কর্মসূচির ঘোষণা দেন।

ঘোষিত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে— চলমান অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে; আগামীকাল (১৬ মে) সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হবে; একই দিনে জুমার নামাজের পর গণঅনশন পালিত হবে; ১৪ মে দিনটিকে ‘জবি কালো দিবস’ হিসেবে পালন করা হবে এবং প্রতিবছর এই দিনটি স্মরণে রাখা হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ১৪ মে সরকারের পেটুয়া বাহিনীর হাতে শিক্ষক-শিক্ষার্থীদের মারধর ও লাঞ্ছনার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে।

অধ্যাপক ড. রইছউদ্দীন বলেন, "আমরা সরকারের কাছে আমাদের অধিকার আদায়ের দাবি জানিয়েছিলাম। কিন্তু তার বদলে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের বেধড়ক মারধর করা হয়েছে, অথচ প্রশাসন এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। হামলার ৩৫ ঘণ্টা পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো বার্তাও আসেনি।"

তিনি আরও বলেন, ‘দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীরা আগামীকাল জুমার নামাজের পর গণঅনশন শুরু করবে। এতে সকল সাবেক ও বর্তমান জবিয়ানদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই দিন সকাল ১০টা থেকে আন্দোলন স্থলে শুরু হবে জবিয়ান সমাবেশ। এছাড়া, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে পুলিশ কর্তৃক শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘কালো দিবস’ হিসেবে পালন করা হবে।’

ড. রইছউদ্দীন বলেন, ‘এ রাজপথেই আমরা কাল জুমার নামাজ আদায় করব। আমি সকল সাবেক ও বর্তমান জবিয়ানদের আহ্বান জানাই— আপনারা সকলে এই গণঅনশনে ও সমাবেশে অংশ নিন।’

ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে ব্রকোলিসহ ৩ সবজি
  • ১১ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার নৌকার মাঝি এখন ভিপি নুরদের ট্রাকে
  • ১১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৮৬, আবেদন এইচএসসি-এস…
  • ১১ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে অবস্থান কর্মসূচি
  • ১১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবি ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
  • ১১ জানুয়ারি ২০২৬
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেফতার ৩৯
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9