জুলাই অভ্যুত্থানের পর ক্রেডিট নেওয়ার রাজনীতি বন্ধ হওয়া উচিত: শিবির সেক্রেটারি

২২ এপ্রিল ২০২৫, ১২:১০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩০ PM
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম © টিডিসি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত ও পঙ্গুত্ববরণ করেছেন, আমরা তাদের সবাইকে ধারণ করি। আমরা মনে করি, তারা ছাত্রশিবিরের শুভাকাঙ্ক্ষী। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে ক্রেডিট নেওয়ার রাজনীতি বন্ধ হওয়া উচিত।’

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটিতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শিবির সেক্রেটারি বলেন, ‘১৯৭১ সালে যারা শহীদ হয়েছিল, এই যে লাখ লাখ মানুষ নিহত হয়েছিল, তাদের তো কোনো রাজনৈতিক দল আইডেন্টিফাই করে না যে তারা আমাদের মুক্তিযোদ্ধা। ’৭১ সালের মুক্তিযোদ্ধাদের যদি কোনো দল আলাদা আলাদা ভাগ করে আইডেন্টিফাই না করে, জুলাই আন্দোলনকেও তো আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতেছি, তাহলে এই আন্দোলনের শহীদদের কেন বিভিন্ন দলে ভাগ করা হবে।’

তিনি বলেন, ‘বিএনপি তো কিছু শহীদের তালিকা করেছে নিজেদের বলে। এভাবে বিভিন্ন দলে নেওয়ার পর যেসব শহীদ বাকি থেকে যায় যাদের কোনো দল নেই, তাহলে তারা কোথায় যাবে, তাদের কে দেখভাল করবে। আমরা এ জন্য বলেছি এ রকম। ক্রেডিট নেওয়ার রাজনীতি জুলাই অভ্যুত্থানের পরে বন্ধ হওয়া উচিত। এ কারণে জুলাই আন্দোলনে আমাদের কী ভূমিকা ছিল তা আমরা বলছি না। মানুষ যারা আন্দোলনে আমাদের পাশে থেকেছে, সহযোগিতা করেছি বা আমরা যাদের পাশে থেকে আন্দোলন করেছি, এই মানুষগুলোই আমাদের বিষয়ে কথা বলছে। এগুলো সবই মিডিয়ায় আর্কাইভ হয়ে আছে। এগুলো নিয়ে আমাদের নতুন করে কিছু বলার নেই। এই ন্যারেটিভ কেউ পাল্টেও দিতে পারবে না।’

আরও পড়ুন: বেরোবির দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ঘিরে রাতেও বিক্ষোভ

সভায় সাদ্দাম বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে এই ঈদে সব শহীদ পরিবারের সঙ্গে ঈদ পালন করেছি। আমাদের নির্দেশনা ছিল, ঈদের পরে ৪-৫ দিন আমরা সব শহীদ পরিবার ও আহতদের কাছে গিয়েছি। আমরা আমাদের পরিবারের সঙ্গে ঈদ না করেও এসব পরিবারের সঙ্গে ঈদ করেছি। আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ধারণ করি না, আমরা সবাইকে ধারণ করি। এই আন্দোলনে ছাত্রশিবিরের অনেক দায়িত্বশীল শাহাদাত বরণ করেছে। রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক আলী রায়হান শাহাদাতবরণ করেছে। কিন্তু কোথাও তার নাম না নিলে আমরা উচ্চবাচ্য করি না। আমরা বলি না যে বইয়ে তার নাম কেন দেওয়া হলো না ‘

শিবির সেক্রেটারি আরও বলেন, ‘আমি মনে করি, এসব নোংরা পলিটিকস করা ঠিক না। জুলাই আন্দোলনকে ম্লান করে দেওয়ার জন্য যেসব শক্তি কাজ করছে, তাদের প্রতি আমরা নিন্দা জানাই। জুলাইয়ের সামগ্রিক বিষয়গুলোকে আমরা ধারণ করা চেষ্টা করছি। নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে ক্রেডিটের রাজনীতি মানুষ আর পছন্দ করে না।’

ইবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ইউসুব, সেক্রেটারি রাফি
  • ১১ জানুয়ারি ২০২৬
আইপিএম বাংলাদেশ-এর নতুন কার্যকরী পরিষদ গঠন
  • ১১ জানুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ফলাফল প্রকাশ, দেখুন এখানে
  • ১১ জানুয়ারি ২০২৬
দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতির বাধ্যবাধকতা নেই: হাই…
  • ১১ জানুয়ারি ২০২৬
এক বছরে ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা
  • ১১ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু জীবিত আছে, নেওয়া হচ্ছে চট্টগ…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9