৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০২:৪০ AM , আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০২:৪০ AM

দেশের ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়গুলোর পদ বঞ্চিত নেতা-কর্মীরা। সোমবার (২৪ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল করেন তারা।
বিক্ষোভকারীদের দাবি, ত্যাগী এবং যোগ্য কর্মীদেকে কমিটিতে মূল্যায়ন করা হয়নি। একইসাথে কমিটির কারও কারও বিরুদ্ধে আওয়ামীপন্থি, বিবাহিত ও ছাত্রত্ব না থাকারও অভিযোগ রয়েছে।
এ সময় ‘ছাত্রলীগের কমিটি, মানিনা মানবো না’, ‘আমাদের ক্যাম্পাসে, আমরাই থাকবো’, ‘ভাই মানার কমিটিরা, হুঁশিয়ার সাবধান’, ‘ছাত্রলীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘নতুন এই কমিটি, মানি না মানবো না’, ‘অবৈধ কমিটি, মানি না মানবো না’ স্লোগান দিতে থাকেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কমিটিগুলোকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।
বিক্ষোভে অংশগ্রহণ করা নেতারা জানান, আরও দশ-বারো দিন আগে কমিটি প্রকাশের কথা থাকলেও ঈদের ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সময়ে কমিটি প্রকাশ করেছে হুরায়রা-বিন্দু। পদবঞ্চিত অনেকেই এখন বাড়িতে অবস্থান করছেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ শেখ বলেন, এ কমিটিতে ছাত্রলীগের পূণর্বাসন ও অছাত্রদেরকে নিয়ে টাকার বিনিময়ে পকেট কমিটি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ অবৈধ কমিটি স্থগিত করার দাবি জানাই।
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন বলেন, গত ২৮ অক্টোবর পরবর্তী ও জুলাই বিপ্লবে যাদেরকে রাজপথে পেয়েছি তাদের কাউকেই রাখা হয়নি এ কমিটিতে। অবিলম্বে এই কমিটি স্থগিত করে ত্যাগীদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করতে হবে।