শেকৃবিতে ১২০০ শিক্ষার্থীকে কোরআন উপহার দিলো ছাত্রশিবির 

১৯ মার্চ ২০২৫, ০৬:৩২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৪ PM
শেকৃবি ছাত্রশিবিরের কুরআন উপহার

শেকৃবি ছাত্রশিবিরের কুরআন উপহার © টিডিসি ফটো

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) গণ কুরআন উপহার কর্মসূচির আয়োজন করেছে শেকৃবি ছাত্রশিবির। ছাত্রশিবিরের সহযোগী সংগঠন শেকৃবি দাওয়াহ অ্যাসোসিয়েশন-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ১২ শত শিক্ষার্থীর মাঝে কুরআন  প্রদান করা হয়।

আজ মঙ্গলবার (১৯ মার্চ) বিকাল ৩ টায় ‘ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে কুরআন উপহার কর্মসূচি’ শিরোনামে ছেলে এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য পৃথক বুথ থেকে এই কুরআন উপহার কর্মসূচি পালিত হয়। ছেলে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড এবং মেয়ে শিক্ষার্থীদের বদরুদ্দোজা চৌধুরী গবেষণাগারের সামনে থেকে কুরআন প্রদান করা হয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি মো: আবুল হাসান বলেন, ‘আজকে আমাদের কুরআন উপহার কর্মসূচি; শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের উদ্যোগে আমরা একটা দাওয়া অ্যাসোসিয়েশন আয়োজিত কুরআন শরীফ বিতরণ করছি। আমরা একটা জিনিস উপলব্ধি করেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা ধরনের সাহিত্য অধ্যয়ন করে, কিন্তু তাদের জন্য যে কুরআন অবতীর্ণ করা হয়েছে তা তারা অনুধাবন করতে পারছে না।’ 

আবুল হাসান বলেন, ‘আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০% শিক্ষার্থীর কাছে কুরআন নেই। কুরআন থাকলেও তাদের কাছে যে কুরআন এর একটি সরল অনুবাদ থাকা দরকার সেটিও তাদের কাছে নেই। তো আমরা সেই অনুধাবন এর জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের জন্য মহান আল্লাহ তায়ালার দেয়া বিশেষ উপহার যেটা মহানবী (সা.) এর উপর নাজিল হয়েছে সেটি দিতে চাই। এই মাহে রমজান মাসে কুরআন নাজিল হয়েছে তাই আমরা এই সুযোগটি লুফে নিতে চাই।’

তিনি আরো বলেন, ‘আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য একটি। সেটি হচ্ছে বাংলাদেশ ছাত্রশিবির সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত হয়েছি সেটাকে সামনে রেখেই এই উপহারটি সকলের মাঝে বিতরণ করতে যাচ্ছি। কারণ কুরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। কুরআন সত্য মিথ্যার পার্থক্যকারী।’

তিনি বলেন, ‘কুরআনের মধ্যে সকল সমস্যার সমাধান লিখিত রয়েছে। আমরা যদি কুরআনকে নিজেদের মধ্যে ধারণ করতে পারি তবে দেশ গড়ার কাজে নিজেদের অবদান রাখতে পারব। আমরা সর্বমোট ১২০০ কুরআন সকলের মাঝে বিতরণ করছি। তারপর ও যদি কম পরে তবে রেজিস্ট্রেশন এর মাধ্যমে বাকিদের কুরআন পৌঁছিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ। আমাদের একটাই ইচ্ছা যে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সকল শিক্ষার্থীর কাছে যেন কুরআন শরীফ থাকে।’

ঢাবিতে আওয়ামীপন্থি সাবেক প্রক্টর বিভাগের চেয়ারম্যান হওয়ায় শ…
  • ১১ জানুয়ারি ২০২৬
সেঞ্চুরি মিস হৃদয়ের, চ্যালেঞ্জিং পুঁজি রংপুরের
  • ১১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচ গুণী শিক্ষকক…
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৪ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীর তিনটি আসনে নির্বাচনী মানচিত্র বদলাবে প্রায় ৬ লাখ তরুণ…
  • ১১ জানুয়ারি ২০২৬
ইটভাটা থেকে ৭ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন মাসুম বিল্লাহ
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9