নতুন দলে যোগ দিচ্ছেন না নুর, তবে....

০৩ মার্চ ২০২৫, ০৮:২৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৫ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন না বলে নিশ্চিত করেছেন তার দলের নেতারা। যদিও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ দাবি করেছেন, নুর নিজেই তার দল বিলুপ্ত করে এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।  

নুরুল হকের দল গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা তাদের নিয়ে একটি দল গঠনের চেষ্টা করেছিলেন। তবে সেটি বাস্তবায়ন হয়নি। এখন নির্বাচন সামনে রেখে একসঙ্গে জোট গঠনের আলোচনা হতে পারে, তবে দল ভেঙে অন্যদের দলে যোগ দেওয়ার প্রশ্নই আসে না। তিনি বলেন, এনসিপির পক্ষ থেকে যেটি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।  

এদিকে, এনসিপির নেতা হান্নান মাসউদ বলেছেন, নুরুল হক নুর তাদের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন এবং তার দলের বেশ কিছু নেতা ইতিমধ্যে এনসিপির সঙ্গে যোগাযোগ করছেন। তিনি দাবি করেন, নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সদস্যদের সঙ্গে এনসিপির আলোচনাও হয়েছে এবং তাঁদের অনেকে এনসিপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন।  

তবে এনসিপির পক্ষ থেকে নুরের দলে যোগদানের বিষয়টি নিশ্চিত নয় বলেও জানান হান্নান মাসউদ। তিনি বলেন, তারা গুণগত দিক বিবেচনায় নিচ্ছেন, সংখ্যার দিক নয়। তিনি জানান, তাদের মধ্যে আদর্শিকভাবে অনেক মিল থাকলেও নুরের দল বিলুপ্ত করে এনসিপিতে আসার বিষয়ে কিছু দ্বিধা রয়েছে। তবে ভবিষ্যতে কেন্দ্রভিত্তিক কাজ করা হতে পারে।  

এনসিপির নেতা হান্নান মাসউদ আরও বলেন, নুরুল হক নুর হঠাৎ করে মিডিয়ায় এসে তাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করেছেন, যা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তিনি বলেন, আলোচনার দরজা এখনো খোলা, চাইলে নুর এনসিপিতে যোগ দিতে পারেন কিংবা গণঅধিকার পরিষদ সুযোগ দিলে এনসিপিও তাঁদের সঙ্গে যুক্ত হতে পারে।  

বড় নিয়োগ বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে শিরোপা জিতল বাংলাদেশ
  • ২৫ জানুয়ারি ২০২৬
কর্ণফুলীতে অটোরিকশার চালকের মরদেহ উদ্ধার
  • ২৫ জানুয়ারি ২০২৬
ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোল নিয়ে প্রকাশিত খবরের ব্যাখ্য…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জুলাই আন্দোলনে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাকার তিন আসনে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা আজ
  • ২৫ জানুয়ারি ২০২৬