ডুয়েটের কমিটি স্থগিতের পর তদন্তে কেন্দ্রীয় ছাত্রদল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১১:৪১ AM , আপডেট: ০২ মার্চ ২০২৫, ১১:৪১ AM

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রদল কমিটি স্থগিতের পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে ঘোষণার পরপরই কমিটির সভাপতিসহ ১৫ নেতা পদত্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতে তা স্থগিত ঘোষণা করা হয় শনিবার (১ মার্চ) রাতে।
ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ মার্চ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখার কমিটি প্রকাশিত হওয়ার পর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয়। এ ঘটনার যথাযথ তদন্তের জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রিয়াদ উর রহমান ও সজীব মজুমদারের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের সনাক্ত করে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দিয়েছেন।
আরো পড়ুন: সভাপতিসহ ১৫ নেতার পদত্যাগের ঘোষণার পর ডুয়েট ছাত্রদলের কমিটি স্থগিত
এর আগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রদলের ঘোষিত কমিটি স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে এবং ঘোষিত কমিটির পদবী কেউ ব্যবহার করতে পারবে না।
আশরাফুল হককে সভাপতি এবং জামিরুল ইসলাম জামিলকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যের ডুয়েট ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ারও নির্দেশনাও দেওয়া হয়। এরপর সভাপতিসহ ১৫ নেতা পদত্যাগ করেন। তাদের অভিযোগ, কমিটিতে ছাত্রশিবির, অছাত্র ও ছাত্রলীগকে স্থান দেওয়া হয়েছে।