শাবিপ্রবি ছাত্রদলের কমিটিতে ত্যাগীদের মূল্যায়নের দাবিতে বিক্ষোভ

শাবিপ্রবি ছাত্রদলের নেতা-কর্মীদের বিক্ষোভ
শাবিপ্রবি ছাত্রদলের নেতা-কর্মীদের বিক্ষোভ  © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পরবর্তী কমিটিতে রাজপথের পরীক্ষিত ও ত্যাগীদের মূল্যায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন একদল নেতা-কর্মী। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় তারা ‘দাবি মোদের একটাই, ত্যাগীদের মূল্যায়ন চাই’ স্লোগান দেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা মোহাম্মদ সোহাগের সভাপতিত্বে ও মারুফ বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য দেন ছাত্রদল নেতা শাহপরান, আদনান আহমদ মোহন, মোস্তাকিন ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন পর শাবিপ্রবিতে কমিটি দেওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে। তবে তারা ত্যাগী নেতা-কর্মীদের বঞ্চিত হওয়ার পদধ্বনি শুনতে পাচ্ছেন। বিগত ফ্যাসিবাদী আমলে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, যেখানে নেতৃত্ব দিয়েছিল ত্যাগী নেতা-কর্মীরাই। এজন্য ত্যাগীদের মূল্যায়ন করতে হবে।

আরো পড়ুন: নতুন দলের শীর্ষ ৯ পদের ৮ জনই ঢাবি শিক্ষার্থী!

তারা আরও বলেন, ছাত্রদলের এখনো সুদিন ফিরে আসেনি, দল আবার সংকটে পড়লে ত্যাগীদের পাওয়া যাবে না। কমিটিতে তারা সেই নেতা-কর্মীদের দেখতে চান, যারা ৫ আগস্টের পূর্ববর্তী সংকটময় সময়ে ছাত্রদলের নেতৃত্ব দিয়েছিল। তাদের যদি অবমূল্যায়ন করা হয়, তাহলে ফের সংকট দেখা দিলে কর্মী সংকটে পড়বে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে কর্মীসভা করেছে শাখা ছাত্রদল। দলীয় ব্যানারে ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় বাইরে সভার আয়োজন করতে হয়েছে সংগঠনটির।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence