‘হাতাহাতির পরিস্থিতি’ কোনো বিশৃঙ্খলা নয়: ঢাবির মুখ্য সংগঠক হাসিব

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৬ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০৩ PM

© সংগৃহীত

আজ বুধবার ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে নতুন এই সংগঠনে বৈষম্যের শিকার হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এমন দাবিতে আজ বিকেলে ঢাবির মধুর ক্যান্টিনে বিক্ষোভ, হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। এসময় অন্তত ১১ জন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।

জানা গেছে, আত্মপ্রকাশের আগে এবং পরে কমিটিতে রিফাত রশিদকে রাখা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

পরে সেখানে বিষয়টি নিয়ে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র সংসদ মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সংসদের যে চারজন দায়িত্ব পেয়েছেন তাদের ব্যাপারে সবাই একমত রয়েছেন। মধুর ক্যান্টিনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এটা কোনো বিশৃঙ্খলা নয়। আমরা মনে করছি, গণতান্ত্রিক ছাত্র সংসদ নিয়ে বাংলাদেশের জনগণের বিশেষ আগ্রহ রয়েছে, এ ছাড়া শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নতুন এই সংগঠন নিশ্চিত করবে।

‘‘এ ক্ষেত্রে প্রাইভেট, সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সবার মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা লক্ষ করেছি। কিন্তু যখন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হয়েছে তখন পরিস্থিতি শান্ত হয়ে আসে।’’

তিনি বলেন, এ কমিটিতে ঢাবির কোনো সিন্ডিকেট নেই। অতি দ্রুত বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ অন্য ক্যাম্পাসগুলোতে কমিটি দেওয়া হবে। নেতৃত্বের প্রতি শিক্ষার্থীদের বিশেষ একটি আকর্ষণ ছিল, সেজন্য শিক্ষার্থীদের ইতিবাচক প্রতিযোগিতা লক্ষ করা গেছে। এখানে কোনো হামলার ঘটনা ঘটেনি। কেউ ঘটিয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিছুটা হাতাহাতি হয়েছে।’

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী বাস উল্টে নিহত ২, …
  • ০৯ জানুয়ারি ২০২৬
সারা দেশে ভয়েস ওভার ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
  • ০৯ জানুয়ারি ২০২৬
ইরানে সরকারি টেলিভিশন ভবনে অগ্নিকাণ্ড
  • ০৯ জানুয়ারি ২০২৬
ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহীর ফোন জব্দ
  • ০৯ জানুয়ারি ২০২৬
ইরানে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ
  • ০৯ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে আবারও পররাষ্ট্র উপদেষ্টা…
  • ০৯ জানুয়ারি ২০২৬