নতুন ছাত্রসংগঠনের নেতৃত্বে থাকছেন যারা

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৬ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪১ PM
আবু বাকের, জাহিদ আহসান, আবদুল কাদের ও তাহমিদ আল মুদ্দাসসির

আবু বাকের, জাহিদ আহসান, আবদুল কাদের ও তাহমিদ আল মুদ্দাসসির © সংগৃহীত

গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের নতুন রাজনৈতিক দল ঘোষণার দিনক্ষণ জানা গেছে। আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। এবার জানা গেল তাদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশের দিনক্ষণ। আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) নতুন ছাত্রসংগঠনের ঘোষণা দেওয়া হবে।

জানা গেছে, আগামীকাল বুধবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে ছাত্রসংগঠনের নাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ২৫ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার নিজের ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন।

ফেসবুকে তিনি লেখেন, ‌নতুন ছাত্র সংগঠনের ঘোষণা আগামীকাল বিকেল ৩টায়। স্থান মধুর ক্যান্টিনে।

এর আগে ১৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই। এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি সংগঠন। সারা দেশে শিক্ষার্থীদের মতামত নিতে জনমত জরিপ ও সদস্য সংগ্রহ করা হবে। অনলাইনের পাশাপাশি অফলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ, স্কুল ও মাদরাসায় এই প্রচারণা চালানো হবে। ‘স্টুডেন্টস ফার্স্ট’, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে ছাত্র–নাগরিকের স্বার্থকে বাস্তবায়নের প্রয়াসই হবে এই ছাত্র সংগঠনের মূলমন্ত্র।

নতুন এই ছাত্রসংগঠনের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার, সদস্যসচিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান আর মুখ্য সংগঠক হতে পারেন সাবেক সমন্বয়ক তাহমীদ আল মুদাসসির। মুখপাত্র হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশরেফা খাতুন।

এই ছাত্রসংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির আহ্বায়ক হতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের, সদস্যসচিব মহির আলম, মুখ্য সংগঠক হতে পারেন সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলাম আর মুখপাত্রের দায়িত্বে আসছেন রাফিয়া রেহনুমা হৃদি।

জার্মানিতে ধানের শীষের পক্ষে প্রচারণা
  • ২৫ জানুয়ারি ২০২৬
২৭ জানুয়ারি সাতক্ষীরা আসছেন জামায়াতের আমির, ব্যাপক লোক সমাগ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের প্রকৃত সংখ্যা জানাল এনটিআরসিএ
  • ২৫ জানুয়ারি ২০২৬
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২৮তম সিন্ডিকেট সভা অন…
  • ২৫ জানুয়ারি ২০২৬
আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার ও সরঞ্জামসহ একজন গ্রেপ্ত…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে তোমরা যে পরিবর্তন এনেছ, তা ওয়ান্ডারফুল : ইউজিসি চেয়…
  • ২৫ জানুয়ারি ২০২৬