মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন, এবার প্রতিবাদ জানালো ছাত্র ইউনিয়ন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে ইসলামী ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন আয়োজনের প্রতিবাদে এবার সরব হলো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ‘শহীদের নিজের আঙিনায় খুনির সহযোগীদের বিচরণ খুবই ন্যাক্কারজনক ঘটনা। অনুতাপ এবং বিবেকবোধ থেকেই ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে আসা উচিত নয়।’ তারা আরও বলেন, ‘মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের উপস্থিতি মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে।’
এর পরপরই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানায়। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘মধুদার হত্যাকারী পাকিস্তানি হানাদার বাহিনীর রাজনৈতিক উত্তরাধিকার ইসলামী ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন আয়োজন স্বাধীনতাকামী ও প্রগতিশীল ছাত্র-জনতার জন্য লজ্জার। আমরা মধুর ক্যান্টিনে ইসলামী ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানাই। মহান মুক্তিযুদ্ধে গণহত্যাকারী সংগঠন ইসলামী ছাত্র সংঘের সরাসরি উত্তরাধিকার ইসলামী ছাত্রশিবির যারা মুক্তিযুদ্ধে আলবদর, আল শামস, রাজাকার বাহিনী গঠন করে গণহত্যা চালিয়েছে। আজ পর্যন্ত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির তাদের ঘৃণ্য অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চায় নাই। আমরা ইসলামী ছাত্র শিবিরের বয়কট করতে আপামর ছাত্র-জনতাকে আহ্বান জানাই।’
ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন উভয়ই মনে করে, ইসলামী ছাত্র শিবিরের মতো একটি সংগঠনের মধুর ক্যান্টিনে কার্যক্রম চালানো মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবমাননাকর। তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শিবিরকে প্রতিহত করার জন্য ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।