উপদেষ্টা থেকে পদত্যাগ প্রসঙ্গে যা বললেন নাহিদ ইসলাম

উপদেষ্টা নাহিদ হাসান
উপদেষ্টা নাহিদ হাসান  © টিডিসি ফটো

চলতি মাসের শেষ দিকে নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জন নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ হাসান। সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গড়ে ওঠা প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছে এবং আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে নাহিদ হাসান উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন। 

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ডিসি সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেন উপদেষ্টা নাহিদ।  

এসময় নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে যেভাবে সংবাদ প্রচার হচ্ছে, আমি মনে করি এটি সঠিক নয়। আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার আগেই এমন সংবাদ প্রচার করা উচিত নয়।

তিনি আরও বলেন, আমি এর আগেও বলেছি, ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে, সেখানে যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেইনি। যদি যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিই, তবে আনুষ্ঠানিকভাবে সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করব।

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করার বিষয়ে নিশ্চিত হতে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, এই সপ্তাহের শেষে আমি চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।

প্রসঙ্গত, জুলাই আন্দোলনে গড়ে উঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে প্ল্যাটফর্মটির কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে এটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

নতুন দলের চূড়ান্ত না হলেও এ দলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উপদেষ্টা নাহিদ ইসলাম এই নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশিত হয়। তবে সদস্য সচিব কে হবেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্টদের দাবি, জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী অথবা সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেনের মধ্যে যে কোনো একজন সদস্য সচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন।


সর্বশেষ সংবাদ