শিবিরের উপস্থিতিতে পাঁচ ছাত্রসংগঠনের আপত্তি, সভা সংক্ষিপ্ত করল ঢাবি প্রশাসন

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
ঢাবি লোগো

ঢাবি লোগো © সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস-২০২৫ আয়োজন উপলক্ষে ছাত্র সংগঠনগুলোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীর উপস্থিতি থাকায় আপত্তি তোলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। পরে অনুষ্ঠান সফল করার জন্য সহযোগিতা চেয়ে সংক্ষিপ্ত আকারে সভাটি শেষ করে সংশ্লিষ্টরা।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ৬টা নাগাদ এই সভা শেষ হয় বলে জানা যায়।

সভায় উপস্থিত ছাত্রসংগঠনগুলোর কয়েকজন নেতার সাথে কথা বলে জানা যায়, সভায় শিবিরের উপস্থিতি নিয়ে আপত্তি তুলে পাঁচটি ছাত্রসংগঠন। তবে সেখানে ১০ থেকে ১২ টি সংঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মেরাজ খান আদরের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে গণহত্যায় জড়িত সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে আমন্ত্রণ জানানোয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভা বর্জন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও অপরাপর ছাত্রসংগঠন।

বিবৃতিতে বলা হয়, সভায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য এনামুল হাসান অনয় উপস্থিত ছিলেন। সভায় ছাত্র শিবিরের উপস্থিতির বিষয় নিশ্চিত হলে ছাত্র ইউনিয়ন, ছাত্রদল, ছাত্রফ্রন্ট, ছাত্রমৈত্রীসহ অপরাপর ছাত্র সংগঠনগুলো প্রতিবাদ জানায়। এক পর্যায়ে ছাত্র ইউনিয়ন সহ সকল ছাত্র সংগঠন সভা বর্জন করে মিটিং স্থল ত্যাগ করে।

ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, মহান মুক্তিযুদ্ধে গণহত্যাকারী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাথে ছাত্র ইউনিয়ন কোন আলোচনায় অংশগ্রহণ করতে পারে না। শুধু মুক্তিযুদ্ধে গণহত্যা নয়, ছাত্র শিবিরের সুদীর্ঘ সন্ত্রাসের ইতিহাস রয়েছে। ছাত্র ইউনিয়ন, ছাত্রদল, ছাত্রমৈত্রীসহ অনেক ছাত্র সংগঠনের কর্মীর রক্ত লেগে আছে এই ছাত্র শিবিরের হাতে। গণহত্যাকারী, সন্ত্রাসীর সাথে কোন আলোচনা নয়।

তবে অপরাপর ছাত্রসংগঠনের নেতারা বলেন, সভা আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পরেই ছাত্রনেতারা সভাস্থল ত্যাগ করেন।

জানা যায়, ছাত্রশিবিরের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম, ঢাবি সভাপতি এসএম ফরহাদ এবং সেক্রেটারি জেনারেল মহিউদ্দিন খান।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস-২০২৫ আয়োজক কমিটির আহবায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান বলেন, একুশে উদযাপন নিয়ে আমাদের সভা ছিল। সেখানে কোনো একটা ছাত্রসংগঠনের ব্যাপারে আপত্তি উঠেছ। ওদের সব কথাই শুনেছি আমরা। যে সমস্ত প্রশ্ন উঠেছে সেগুলো সমাধান করার এখতিয়ার এই কমিটির নাই, তাই তাদেরকে পরামর্শ দিয়েছি যথাযথ ফোরামে তাদের কথা উপস্থানের জন্য। একুশে উদযাপনে তাদের কাছে সহযোগিতা চেয়ে মিটিং সমাপ্ত করেছি।

দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেন
  • ১২ জানুয়ারি ২০২৬
মতলব উত্তরে অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪
  • ১২ জানুয়ারি ২০২৬
সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে…
  • ১২ জানুয়ারি ২০২৬
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা থাকলেই করুন আবেদন
  • ১২ জানুয়ারি ২০২৬
‘বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে’
  • ১২ জানুয়ারি ২০২৬
ফেনীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9