ফেব্রুয়ারিতেই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন নাহিদ

নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম  © ফাইল ছবি

চলতি মাসের শেষ দিকে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থাণে গড়ে প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর এ দলের হাল ধরতে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন নাহিদ হাসান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছেন।

সূত্রের তথ্য অনুযায়ী, নতুন দলের চূড়ান্ত না হলেও এ দলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে সদস্য সচিব কে হবেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্টদের দাবি, জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী অথবা সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেনের মধ্যে যে কোনো একজন সদস্য সচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন।

সূত্র জানায়, নতুন রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতারা। এছাড়া ছাত্র শিবির এবং ছাত্র ফ্রন্টের কিছু নেতাও এই দলে যুক্ত হবেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ ২১ শে ফেব্রুয়ারির পর যে কোনো দিন নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। নতুন দলের আত্মপ্রকাশের পূর্বেই নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন।’

তারা আরও জানান, ‘আহবায়ক কমিটির মাধ্যমে নতুন দলের যাত্রা শুরু হবে। সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবদুল হান্নান মাসউদ, আরিফ সোহেল, সামান্তা শারমিন, আলী আহসান জুনায়েদসহ আরও বেশ কয়েকজনকে নিয়ে আহবায়ক কমিটি গঠন করা হবে।’

উপদেষ্টা পরিষদের পদ থেকে পদত্যাগের বিষয়ে বক্তব্য জানতে নাহিদ ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence