প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির © টিডিসি

ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ ক্যাম্পের আওতায় বিনামূল্য মেডিসিন ও দন্ত বিশেষজ্ঞ, বিএমআই ও রক্তের গ্রুপ নির্ণয় এবং বিনামূল্য  প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা কলেজ কেন্দ্রীয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ এ কে এম ইলিয়াস। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

সরেজমিনে দেখা যায়, ছাত্রশিবিরের মেডিকেল ক্যাম্প ঘিরে স্বাস্থ্যসেবা নিতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়। জানা যায় বিনামূল্য স্বাস্থ্যসেবা নিতে ঢাকা কলেজের ৩০০ শতাধিক শিক্ষার্থী অনলাইন রেজিস্ট্রেশন করেছেন। এ ছাড়া সরাসরি এসে নির্দিষ্ট বুথ থেকে রেজিস্ট্রেশন করে শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

আরও পড়ুন: যবিপ্রবিতে শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষ, প্রক্টরসহ আহত ৫

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। যেসব শিক্ষার্থী এখানে সেবা নিতে আসছ তাদের অভিনন্দন জানাই। কলেজের ছোট একটি মেডিকেল সেন্টার আছে, সেখানে একজন ডাক্তার নিয়োগ দিয়েছি । এর সাথে যদি মাঝেমধ্যে মেডিকেল ক্যাম্প হয়, সেটি শিক্ষার্থীদের জন্য কল্যাণকর হবে। প্রথাগত ছাত্ররাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য এটি একটি অনন্য উদ্যোগ। এ রকম প্রতিটি সংগঠন যদি ছাত্রদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে এবং বাস্তবায়ন করে, সেটিতে আমরা সব সময় উৎসাহিত করব এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি।’

এ সময় ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, ‘আমাদের সব কার্যক্রমের উদ্দেশ্য একটাই, সেটি হলো ছাত্রবান্ধব। আমরা চেষ্টা করব, প্রতিনিয়ত সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য। ছাত্রশিবিরের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করব, প্রত্যেকটি শিক্ষার্থীর যেন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে । কেউ যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। দেখা যায় আমাদের অনেক ছাত্র হলের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে আছে, কিন্তু আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি না। আমাদের মেডিকেল ক্যাম্প আজকে দিনব্যাপী চলবে। সুশৃঙ্খলভাবে সকলের সেবা নেওয়ার অনুরোধ করছি।’

আরও পড়ুন: ভুলে আনেননি প্রবেশপত্র, মুমুর স্বপ্ন বাঁচিয়ে রাখল ঢাবি ছাত্রদল

ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখার সেক্রেটারি আব্দুর রহমান আফনান বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আমলে আমরা আমাদের কাজগুলোকে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌছাতে পারি নাই। সেই সুযোগ আমাদের দেওয়া হয় নাই। আমাদের কার্যক্রমকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। আজকের মেডিকেল ক্যাম্পে কয়েকটি সার্ভিস রাখা হয়েছে। মেডিসিন, ডেন্টাল, বিএমআই, ব্লাড গ্রুপ, ব্লাড ডোনেশন ও বিনামূল্য শিক্ষার্থীদের জন্য ওষুধ সরবরাহের ব্যবস্থা করেছি।’

বিএনপির একাধিক নেতার বক্তব্যে ধর্মবিদ্বেষী মনোভাবের পুনরাবৃ…
  • ১২ জানুয়ারি ২০২৬
চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না: শিক্ষা উপদেষ…
  • ১২ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতক করুন ফ্রান্সে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা
  • ১২ জানুয়ারি ২০২৬
মোসাব্বির হত্যা: ৩ আসামি রিমান্ডে, একজনের দোষ স্বীকার
  • ১২ জানুয়ারি ২০২৬
আমার ছাত্রদল যদি রাজনীতি না করতে পারে, তাইলে এই মেডিকেল কলে…
  • ১২ জানুয়ারি ২০২৬
ফের পেছাল ব্রাকসু নির্বাচন
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9