ছাত্রলীগের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিচারের দাবিতে রাবি ছাত্রদলের মিছিল

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি © টিডিসি ফটো

শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের ছাত্রদলের দলীয় টেন্ট থেকে এক মিছিল বের করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনে এসে মিলিত হোন। 

এসময় জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও জানায় সংগঠনটি নেতাকর্মীরা। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মিঠু বলেন, আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি, খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো নামে বেনামে ষড়যন্ত্র করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে গোপনীয় কার্যক্রম পরিচালিত করছে। রাবি ছাত্রলীগের হামলাকারী ও সিট বাণিজ্যের মূল হোতা সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল গালিব এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক স্ট্যাটাস দিচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা খেয়াল রেখে আমরা ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সোচ্চার আছি ও তাদের বিচারের দাবিতে স্মারক লিপি দিয়ে প্রশাসনকে অবহিত করেছি।

রাবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হলো একমাত্র ছাত্রসংগঠন যে ছাত্রসংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী গুম এবং হত্যার শিকার হয়েছে ফ্যাসিস্ট হাসিনার দোষরদের হাতে। ২৪-এর স্পিরিট ধারণ করে বলতে চাই বাংলাদেশে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত ছাত্রদল মাঠে থাকবে এবং আন্দোলন চালিয়ে যাবে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, রাজনৈতিক দলের ভোটের সংখ্যা চারশ থেকে পাঁচ শতাধিক। কিন্তু তারা ক্ষমতার লোভে পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়ে আজকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আজকে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলিগ যে অপকর্মের সাহস পাচ্ছে এর জন্য দায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমরা রাবি শাখা ছাত্রদল ছাত্রলীগের এসব অপকর্মের জবাব দিতে সদা প্রস্তুত রয়েছি।

এসময় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসাম, সরদার জহুরুল, শাকিলুর রহমান সোহাগসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

ট্যাগ: ছাত্রদল
বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক জামাল, সম্পাদক অধ্যাপ…
  • ১১ জানুয়ারি ২০২৬
তোমার সাথে কার সম্পর্ক রাখা সম্ভব, জানো? তাহসান-সিঁথির পুরো…
  • ১১ জানুয়ারি ২০২৬
চব্বিশে রাজপথে আমার বাইরে দলের আর কোনো নেতাকে মানুষ দেখেনি:…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আখতার গ্রুপ, নিয়োগ ঢাকাসহ ৬ জ…
  • ১১ জানুয়ারি ২০২৬
পে-স্কেলের দাবিতে এবার আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১১ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক শ্রম অভিবাসনের গতি-প্রকৃতি, অর্জন ও চ্যালেঞ্জ ব…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9