তাহসান খান ও সিঁথি সাহা © টিডিসি সম্পাদিত
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সাথে বিচ্ছেদের পর এক বছর আগে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে পারিবারিকভাবে বিয়ে করেন অভিনয়শিল্পী ও সংগীতশিল্পী তাহসান খান। তবে শনিবার (১০ জানুয়ারি) হঠাৎ করেই জানা যায় তাদের বিচ্ছেদের খবর। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতশিল্পী সিঁথি সাহার সাথে তাহসানের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে তাহসানের উদ্দেশে সিঁথি সাহাকে বলতে শোনা যায়, ‘তোমার সাথে কোনো প্রাণীর সম্পর্ক রাখা সম্ভব না। তোমার সাথে কার সম্পর্ক রাখা সম্ভব জানো? টিকটিকির। কারণ টিকটিকি সারাদিন দেয়ালের সাথে আঠার মতো লেগে থাকে আর তুমি বিছানার সাথে আঠার মতো লেগে থাকো।’
এরপর হড়হড়িয়ে বলতে থাকেন, ‘তোমার এখানে আজকে আসার কথা ছিল নয়টায়। এখন কয়টা বাজে? এখন বাজে বারোটা। আমি এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকি আর তুমি প্রতিদিন দেরি করে আসো। তোমার সাথে আমার যখন রিলেশন হচ্ছিল তখন আমার বন্ধুরা আমাকে বলেছিল, তুমি হচ্ছ একটা গুড ফর নাথিং ছেলে। বাট সরি, তুমি গুড ফর নাথিং না। তুমি হচ্ছ একটা টিকটিকি।’
এ সময় তাহসান কিছু বলতে চাইলেও তাকে ধমকে চুপ করিয়ে রাখেন সিঁথি। শেষে আরও কিছুক্ষণ ভর্ৎসনা করে চলে যান। মূলত ভিডিওটি একটি নাটকের অংশ। যাতে অভিনয় করেছেন সিঁথি সাহা ও তাহসান। ভিডিওটি এর আগেও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল।