ছাত্র-জনতার দখলে ধানমন্ডি-৩২ নম্বর বাড়ি

ধানমন্ডি-৩২ নম্বর বাড়িতে ভাঙচুর
ধানমন্ডি-৩২ নম্বর বাড়িতে ভাঙচুর  © টিডিসি ফটো

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির অংশ হিসেবে আজ সন্ধ্যার পর থেকেই সেখানে ছাত্র-জনতা জড়ো হতে থাকে। রাত ৮টার আগে উত্তেজিত জনতা ৩২ নম্বরের বাড়িতে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায়।

ঘোষণা অনুযায়ী রাত ৮টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র-জনতা। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে রাত ৮টার কিছু আগে ৩২ নম্বরের ওই বাড়িয়ে ঢুকে পড়ে ছাত্র-জনতা। চালানো হচ্ছে ভাঙচুর। ৩২ নম্বরের বাড়িয়ে প্রবেশের মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হচ্ছে।

WhatsApp Image 2025-02-05 at 8-57-05 PM   

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ নামের এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

WhatsApp Image 2025-02-05 at 8-47-24 PM

এসময় উত্তেজিত জনতাকে জ্বালো জ্বালো, আগুন জ্বালো; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিচার চাই-, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা- ইত্যাদি স্লোগান দিচ্ছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।


সর্বশেষ সংবাদ