আজ রাত ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে: হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ
হাসনাত আব্দুল্লাহ  © সংগৃহীত

আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। 

আরো পড়ুন: গুগলে ভুল করেও সার্চ করবেন না যেসব শব্দ

জানা যায়, গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের ছয় মাস পূর্ণ হচ্ছে আজ বুধবার। টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থেকে রাজনৈতিক বিরোধীদের দমন, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, বিচার বিভাগের নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারের অভিযোগে বিদ্রোহী হয়ে ওঠে দেশের তরুণসমাজ। অবশেষে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। সরকারের পতনের পরপরই তিনি তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সামরিক বাহিনীর বিশেষ হেলিকপ্টারে দেশত্যাগ করেন এবং ভারতে রাজনৈতিক আশ্রয় নেন।

ছয় মাস পূর্ণ হওয়ার দিনই ভারতের দিল্লি থেকে সাবেক এই প্রধানমন্ত্রী দেশের ছাত্রসমাজের উদ্দেশে একটি ভাষণ দেবেন বলে ঘোষণা দিয়েছেন। আজ রাত ৯টায় দেয়া তার এই ভাষণ ঘিরে ব্যাপক জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। সমর্থকরা একে ‘রাজনীতিতে প্রত্যাবর্তনের বার্তা’ হিসেবে দেখছেন। অন্যদিকে বিরোধীরা এটিকে ‘একজন ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের রাজনৈতিক চাল’ বলে মনে করছেন। বিশেষ করে, ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর রক্তক্ষয়ী অধ্যায় ও সহস্রাধিক মানুষের শাহাদাতের পর এই ভাষণের অর্থ কী হতে পারে—সে প্রশ্ন উঠেছে সর্বত্র। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। এরই প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। 

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাসিনার ভাষণের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর ভিডিও, ডকুমেন্টারি ও ছবি প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, তারা ঢাকার বিভিন্ন মোড়ে, বাজার ও জনবহুল স্থানে জুলাই গণঅভ্যুত্থানের চিত্র তুলে ধরবে। একইসঙ্গে, দেশের টিভি চ্যানেলগুলোতে এ বিষয়ে বিশেষ বুলেটিন প্রচারের আহ্বান জানানো হয়েছে।

এর আগে বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও শেখ হাসিনার ভাষণের বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।’

চলো ধানমন্ডি-৩২ কর্মসূচি
হাজারো ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্রজনতার উদ্যোগ আজ রাত ৯টায় ধানমন্ডি-৩২ অভিমুখে বুলডোজার মিছিল এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ফেসবুকে লেখালেখি করছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।


সর্বশেষ সংবাদ