হাবিপ্রবিতে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
হাবিপ্রবি শাখা ছাত্রশিবির উদ্যোগে দিনব্যাপী প্রকাশনা উৎসব

হাবিপ্রবি শাখা ছাত্রশিবির উদ্যোগে দিনব্যাপী প্রকাশনা উৎসব © টিডিসি

ইংরেজি নববর্ষ উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার উদ্যোগে দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। প্রকাশনা উৎসবে দুই শতাধিক প্রকাশনা স্থান পেয়েছে।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বটতলায় এ উৎসব শুরু হয়। 

আয়োজক সূত্রে জানা গেছে, প্রকাশনা উৎসবে দুই শতাধিক প্রকাশনা স্থান পেয়েছে। শিবিরের সমর্থক, কর্মী, সাথি, সদস্য ও উচ্চতর ক্যাটাগরির জন্য এতে পৃথক কর্নার রয়েছে। যার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। এ ছাড়া উৎসবে শিবিরের সমর্থক হওয়া ও বই পড়ার জন্য পৃথক কর্না রয়েছে।

প্রকাশনা উৎসব উদ্বোধন করেন দিনাজপুর শহর শাখার সভাপতি মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি শেখ রিয়াদ, সেক্রেটারি আজিবুর রহমান, সেক্রেটারিয়েট সদস্য ও ক্যাম্পাসের বিভিন্ন জোন দায়িত্বশীলরা।

আরও পড়ুন: গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, ইউজিসির গেট ছাড়লেন শিক্ষার্থীরা

উৎসবে আসা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, তাদের প্রকাশনা উৎসবে জুলাই বিপ্লবে আমাদের ক্যাম্পাসের আন্দোলনের ছবি এবং সামগ্রিক বিষয়ের ওপরে প্রদর্শনীর অংশটি। পাশাপাশি এখানে ইসলামী মূল্যবোধের ওপরে বিভিন্ন বইও রয়েছে।’

প্রদর্শনীতে আসা এক নবীন শিক্ষার্থী বলেন, ‘আমাদের বিভিন্ন স্টিকার ও পরিচিতি উপহার দেওয়া হয়েছে, যা আমাদের আনন্দিত করেছে। আসলে এত দিন আমাদের শিবির সম্পর্কে ভুল বুঝানো হয়েছে। কিন্তু এখন দেখছি তারা খুব ভালো কাজ করছেন।’

শাখা ছাত্রশিবিরের সভাপতি শেখ রিয়াদ বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরার জন্য আমাদের এ আয়োজন।’

আরও পড়ুন: তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে স্মারকলিপি

তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির একটি আদর্শিক প্রতিষ্ঠান। বিগত বছরগুলোয় শিক্ষার্থীদের আমাদের কাছে আসতে দেওয়া হয়নি বা আমরাও সেভাবে পৌঁছাতে পারিনি৷ আল্লাহর অশেষ রহমতে আমরা এখন সে সুযোগ পেয়েছি। শিক্ষার্থীরা আমাদের স্টলে আসছেন এবং এ আয়োজনের ভূয়সী প্রশংসা করছেন।’

মিয়ানমারে সংঘাত, টেকনাফ সীমান্তের বাসিন্দারা আতঙ্কে কর্মহীন
  • ১৩ জানুয়ারি ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১…
  • ১৩ জানুয়ারি ২০২৬
শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে প্রাণ গেল প্রবাসীর
  • ১৩ জানুয়ারি ২০২৬
এনসিপির সাবেক সদস্য রাকিব হলেন ছাত্র অধিকারের যুগ্ম সাধারণ …
  • ১৩ জানুয়ারি ২০২৬
জুডসার উদ্যোগে জাবিতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
  • ১৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন শেষ আগামীকাল
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9