বিচারবহির্ভূত হত্যাকাণ্ড গণঅভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষার পরিপন্থী: বৈষম্যবিরোধী

যুবদল নেতার মৃত্যুর ঘটনায় বিবৃতি
০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন © সংগৃহীত

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড গণঅভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মনে করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কুমিল্লায় যুবদল নেতা মো. তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনার শনিবার (১ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব কথা জানান বৈষম্যবিরোধীরা।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ৩১ জানুয়ারি কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বিএনপি নেতা তৌহিদুল ইসলামকে পিতার কুলখানির আয়োজনে ব্যস্ত থাকা অবস্থায় যৌথ বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। নির্মম নির্যাতনের ফলেই গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন তৌহিদুল ইসলাম, এমনটাই পরিবারের দাবি; এমনকি তার শরীরে নির্যাতনের অসংখ্য ক্ষতচিহ্নও পাওয়া গেছে। জুলাই গণ-অভ্যুত্থানোত্তর নতুন বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যার মত মানবাধিকার লঙ্ঘন অত্যন্ত দুঃখজনক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি পরিপূর্ণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িত যৌথবাহিনীর সদস্যদের দ্রুততর সময়ের মধ্যে চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের আহ্বানও জানাচ্ছে।’

আরও বলা হয়েছে, ‘আমাদের মনে রাখতে হবে, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান মূলত বিগত ফ্যাসিবাদী আমলে চলা গুম-খুন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুসহ নানা ক্ষোভের গণবিষ্ফোরণ। সুতরাং অভ্যুত্থানোত্তর হাজারও শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা নতুন বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এ ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড গণ-অভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষার পরিপন্থি; একইসঙ্গে যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। এ ধরনের ঘটনা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ রাষ্ট্রের আমূল সংস্কার প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশাসনিক কাঠামোকে সংস্কারপূর্বক গুম-খুন, বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি পুনর্মঞ্চস্থ যাতে না হতে পারে, তার বন্দোবস্ত নিশ্চিত করতে হবে। বিগত ফ্যাসিবাদী আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুসহ নানা গুম-খুনের ঘটনায় বাহিনীর যেসব সদস্য জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি এ ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড রোধসহ জননিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

র‌্যাম্পে হাঁটল পোষা প্রাণী—ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন উদ্যোগ …
  • ২০ জানুয়ারি ২০২৬
চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা এনসিপি’র, জায়গা পেলেন যারা
  • ২০ জানুয়ারি ২০২৬
১২ তারিখে ভোট হবে কিনা, এ নিয়ে গুজব ছড়াচ্ছে একটি চক্র: তথ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
এবার এনসিপি নেতার আসনের জামায়াত প্রার্থী ‘অবরুদ্ধ’, প্রত্যা…
  • ২০ জানুয়ারি ২০২৬
অনড় মামুন, চ্যালেঞ্জ বাড়ল নুরের
  • ২০ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের সম্ভাব্য সময়সূচি প্…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9